পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে অবরোধ, ট্রাকে আগুন, আটক ২
Published: 13th, November 2025 GMT
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ছয়টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাওডোবা এলাকায় অবস্থান নেন। এসময় নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি চিনির ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে আটটার পর কিছু যানবাহন সেতু পারাপার হয়। তবে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ আছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরবেলা জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় মিছিল নামায় তাদের নেতা-কর্মীরা। এসময় তারা লাঠিসোঁটা ও ককটেল প্রদর্শন করে। এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে তার আগেই সড়ক থেকে সটকে পড়েন দুষ্কৃতকারীরা।
এদিকে, আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের মিছিলের একটি ৩৯ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছাত্রলীগের ভেরিভাইড পেইজে আপলোড করা হয়েছে। সেখানে দেখা যায়, শতাধিক লোক হাতে লাঠিসোঁটা নিয়ে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল করছে। মিছিলের সম্মুখভাগে থাকা এক ব্যক্তির দুই হাতে ককটেল দেখা যায়। এসময় তারা নানা স্লোগান দিতে থাকে।
বিষয়টি নিয়ে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “একটি ট্রাকে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করেছে বলে জানতে পেরেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তাছাড়া মিছিলের বিষয়টি আমাদের নজরে এসেছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মাঠে আছে।”
ঢাকা/আকাশ/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এল ক য় ব ষয়ট আওয় ম
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে বাবুলের পানি বিশুদ্ধকরণ ইউনিট স্থাপন
শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে সোমবার সকালে শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল।
স্কুলের বিবিধ সমস্যা বিষয়ে আলাপ আলোচনার পর তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি রিভার্স অসমোসিস সিস্টেম হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহকারি প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। হস্তান্তর শেষে নিজে উপস্থিত থেকে টেকনিশিয়ান দ্বারা ইউনিটটি স্থাপন করান তিনি ।
এরপর স্কুলের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন এবং সকলকে সাথে নিয়ে তা থেকে পানি পান করেন বাবুল। পরিষ্কার পানির ব্যবস্থা করায় শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানায়।
আমলাপাড়া নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নত মানের পানি বিশুদ্ধকরণ রিভার্স অসমোসিস ফিল্টার ও পানি সংরক্ষণের ব্যবস্থাসম্পন্ন এই ইউনিট থেকে শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকরাও উপকৃত হবেন।
আমাদের স্কুলের প্রতিবেশী বাবুল ভাই সবসময় স্কুলের যে কোন সমস্যায় এগিয়ে আসেন, তিনি নিজে থেকেই খোঁজ খবর নেন এবং সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন। বর্তমানের মত ভবিষ্যতেও তিনি আমাদের জন্য এবং সমাজের জন্য অগ্রণী ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।
এই বিষয়ে আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমার প্রিয় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জন্য আজ আমার বাড়ীর পাশের নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে পানির ফিল্টার স্থাপন করে দিলাম।
চারদিকে পানিবাহিত রোগ ছড়াচ্ছে, ফলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা খুব জরুরি যাতে পানি বাহিত রোগসমুহ নির্মূল করা যায়। সবাই সুস্থ থাকুক এ কামনা করি। জনস্বার্থে স্বাস্থ্য সেবার পাশাপাশি সামাজিক অন্যান্য সেবার কাজও অব্যহত থাকবে।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ সভাপতি ফিরোজ আহমেদ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা এহসান বাপ্পা, জিয়া পরিষদ নারায়ণগঞ্জ সদর থানার আহবায়ক শাহজাহান খোকন সহ আরও অনেকে।