সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান ভেজাল কোমল পানীয় জব্দ, কারখানা সিলগালা : ১ জনের দণ্ড
Published: 13th, November 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মল্লিক এগ্রো ফুড এন্ড ভেবারেজ নামক একটি অনুমোদনহীন কারখানার গোডাউন থেকে বিপুল পরিমান ভেজাল কোমল পানীয় এবং শিশু খাদ্য জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী ক্যানেল পাড় এলাকায় জেলা প্রশাাসনের সিনিয়র সহকারী কমিশনার মো.
মোনাব্বর হোসেনের নেতৃত্বে নরাপদ খাদ্য আইনের অধীনে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জব্দ হওয়া কোমল পানীয়র মধ্যে রয়েছে বোতলজাত ম্যাংগু জুস, এনার্জি ড্রিংক, লাচ্ছি, সাদা পানি, শিশুখাদ্য আইস ললি।
এসময় জব্দ হওয়া বিপুল পরিমান কোমল পানীয় প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করা হয় এবং গোডাউনে রক্ষিত আরো বিপুল পরিমান কোমল পানীয় এবং শিশুখাদ্য জব্দের পর গোডাউনটি সিলগালা করে বিল্ডিং মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে অভিযান টের পেয়ে মালিক পক্ষের লোকজন সটকে পরে বলে জানা গেছে।
এদিকে সরকারী কাজে অসহযোগিতার অপরাধে দন্ড বিধির ১৮৬০ এর ১৮৬ ধারায় ওই প্রতিষ্ঠানের কর্মচারী মান্নান (৩৯) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার আব্দুল জব্বার মল্লিকের ছেলে মো: হেলাল মল্লিক দীর্ঘদিন ধরে মল্লিক এগ্রো ফুড এন্ড ভেবারেজ প্রতিষ্ঠানের আড়ালে এ ভেজাল খাদ্য তৈরী করে বাজার করে আসছে বলে স্থানীয়রা জানিয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো: মোনাব্বর হোসেন বলেন, নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দেখতে পাই একটি গোডাউনে অবৈধ উপায়ে এনার্জি ড্রিংকস, শিশুখাদ্য প্রস্তুত করছিল।
এগুলোর কোন আইনগত ভিত্তি নেই। তারা অবৈধ উপায়ে উৎপাদন করে আসছিল। যার কারণে তাদের আইনের আওতায় এনেছি। এসময় উপস্থিত কাউকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মত আইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা নিরাপদ খদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন্নাহার জানান, মোবাইল কোর্ট পরিচালনার সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদন বিহীন ম্যাংগো ড্রিংক, অরেঞ্জ ড্রিংক, লিচি ড্রিংক, আইসললি, পানি, লাচ্ছি, চকলেট সহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের লেবেল পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অননুমোদিত রঙ, ফ্লেভার, হাইড্রোজ ও প্রায় ৪৬০ কার্টুন অননুমোদিত বিভিন্ন পণ্য জব্দ ও বিনষ্ট করা হয় এবং কারাখানা সিলগালা করা হয়।
কারখানার মালিক/ম্যানেজারকে না পাওয়ায় নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে পুলিশের দুইটি চৌকস দল সার্বিক সহযোগিতা করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ব প ল পর ম ন স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে বাবুলের পানি বিশুদ্ধকরণ ইউনিট স্থাপন
শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে সোমবার সকালে শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল।
স্কুলের বিবিধ সমস্যা বিষয়ে আলাপ আলোচনার পর তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি রিভার্স অসমোসিস সিস্টেম হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহকারি প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। হস্তান্তর শেষে নিজে উপস্থিত থেকে টেকনিশিয়ান দ্বারা ইউনিটটি স্থাপন করান তিনি ।
এরপর স্কুলের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন এবং সকলকে সাথে নিয়ে তা থেকে পানি পান করেন বাবুল। পরিষ্কার পানির ব্যবস্থা করায় শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানায়।
আমলাপাড়া নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নত মানের পানি বিশুদ্ধকরণ রিভার্স অসমোসিস ফিল্টার ও পানি সংরক্ষণের ব্যবস্থাসম্পন্ন এই ইউনিট থেকে শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকরাও উপকৃত হবেন।
আমাদের স্কুলের প্রতিবেশী বাবুল ভাই সবসময় স্কুলের যে কোন সমস্যায় এগিয়ে আসেন, তিনি নিজে থেকেই খোঁজ খবর নেন এবং সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন। বর্তমানের মত ভবিষ্যতেও তিনি আমাদের জন্য এবং সমাজের জন্য অগ্রণী ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।
এই বিষয়ে আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমার প্রিয় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জন্য আজ আমার বাড়ীর পাশের নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে পানির ফিল্টার স্থাপন করে দিলাম।
চারদিকে পানিবাহিত রোগ ছড়াচ্ছে, ফলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা খুব জরুরি যাতে পানি বাহিত রোগসমুহ নির্মূল করা যায়। সবাই সুস্থ থাকুক এ কামনা করি। জনস্বার্থে স্বাস্থ্য সেবার পাশাপাশি সামাজিক অন্যান্য সেবার কাজও অব্যহত থাকবে।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ সভাপতি ফিরোজ আহমেদ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা এহসান বাপ্পা, জিয়া পরিষদ নারায়ণগঞ্জ সদর থানার আহবায়ক শাহজাহান খোকন সহ আরও অনেকে।