বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের অনলাইন চাহিদা (e-Requisition) গ্রহণ শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী ১৯ থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে শূন্য পদের চাহিদা জমা দিতে হবে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত যেসব পদ শূন্য হয়েছে, সেগুলোর তথ্যই কেবল এই নিয়োগ সুপারিশের আওতায় বিবেচিত হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পদগুলোই এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।

এনটিআরসিএ জানিয়েছে, আগের কোনো নিয়োগ সুপারিশের আওতায় পাঠানো চাহিদা বহাল থাকবে না। অফলাইনে, হার্ডকপি বা ই-মেইলে পাঠানো কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না। প্রতিষ্ঠানপ্রধানদের এনটিআরসিএ ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করে যথাযথভাবে চাহিদা পাঠাতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনজুডিশিয়াল সার্ভিস কমিশনে বিশাল নিয়োগ, পদ ১১৫২৮ ঘণ্টা আগে

অনলাইনে চাহিদাপত্র পূরণের নিয়ম

প্রতিষ্ঠানপ্রধানদের নিজস্ব User ID ও Password ব্যবহার করে http://ngi.

teletalk.com.bd অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের ই-রিকুজিশন সেবার মাধ্যমে অনলাইন ফরম পূরণ করতে হবে।

চাহিদাপত্র পূরণের সময়সীমা

১৯ থেকে ২৮ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে চাহিদাপত্র পূরণ হবে। ফরম পূরণের পর তিন দিনের মধ্যে নির্ধারিত ফি জমা দেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুনঢাকার সাত কলেজ: বিশ্ববিদ্যালয় শুরুর আগেই তীব্র সেশনজটে শিক্ষার্থীরা ৪ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনট আরস এ

এছাড়াও পড়ুন:

ছেলেবেলার যে বাধা পেরিয়ে মিস ইউনিভার্স হয়েছেন ফাতিমা বশ‍

ফাতিমা বশ মেক্সিকোর টাবাস্কো প্রদেশের মেয়ে। এই মুহূর্তে তাঁকে সারা বিশ্ব একনামে চেনে, কারণ তিনি ২০২৫ সালে মিস ইউনিভার্স খেতাব অর্জন করেছেন। জানা যায়, ছয় বছর বয়সেই তিনি এডিএইচডি, ডিসলেক্সিয়া, হাইপারঅ্যাকটিভিটির মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। এ সমস্যাকে যদিও স্রেফ ‘পড়াশোনায় ভালো না’ বা ‘মনোযোগ নেই’ বলে ধরা হতো; আজ সেই ভুল ধারণা ভেঙে তিনি বিশ্ব মঞ্চে দাঁড়িয়েছেন।

এ উদাহরণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের সমাজে বহু শিশু ‘কিছু করার ক্ষমতা নেই’, ‘মনোযোগ নেই’, ‘ওকে দিয়ে হবে না’—এমন মন্তব্য শুনে বড় হয়।
এসব মন্তব্য শুধু তাদের মনোবলই ভাঙে না, বরং নিজের সামর্থ্য নিয়ে আজীবনের জন্য একটা সন্দেহ তৈরি করে দেয়।

অথচ ফাতিমা বশের গল্প আমাদের দেখায়—শিশুর শৈশবের ডিসলেক্সিয়া বা এডিএইচডি কোনো বাধা নয়; বরং সঠিক সময়ে সঠিক সহায়তা পেলে এই চ্যালেঞ্জগুলোই শক্তিতে পরিণত হতে পারে। শিশুর পড়াশোনার সমস্যা বা মনোযোগ ধরে রাখতে না পারা মানে তার বুদ্ধি কম—এ ধারণাই ভুল।

আরও পড়ুনজাহাঙ্গীরনগরে চানাচুর দিয়ে বানানো নুডলস ছিল মুশফিকের প্রিয়৪ ঘণ্টা আগেকী এই ডিসলেক্সিয়া ও এডিএইচডি

বেশির ভাগ সময় এগুলো হলো মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের এক ভিন্ন ধরন, যা নিরাময়যোগ্য। মা–বাবা, শিক্ষক ও বিশেষজ্ঞরা যদি লক্ষণগুলো মনোযোগ দিয়ে দেখেন এবং দ্রুত সহায়তা দেন, তাহলে একটি শিশুর পুরো ভবিষ্যৎই বদলে যেতে পারে।

ফাতিমা নিজেই বলেছেন, ‘যদি আমি সেই বুলিংয়ের মুখোমুখি না হতাম, হয়তো নিজেকে বিশ্বাস করতে শিখতাম না’—এ বাক্য আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি বাধা আদতে নতুন করে শেখার একটি সুযোগ। তিনি আরও বলেন, ‘আমার ডিসলেক্সিয়া ও এডিএইচডি ছিল কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি, সব মানুষের একটা বোঝাপড়া থাকে, যা আপনাকে আপনার বড় উদ্দেশ্যর দিকে ঠেলে নেয়।’

ফাতিমার এই উপলব্ধি সেসব পরিবারের জন্য আশার আলো, যারা আজ সন্তানের মনোযোগ বা শেখার সমস্যায় দিশাহারা হয়ে পড়ে। জেনে রাখা ভালো, ফাতিমার শিক্ষাজীবনও অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। যুক্তরাষ্ট্রে এক বছর পড়াশোনা, মেক্সিকোয় ফ্যাশন ডিজাইন শেখা, পরে ইতালিতে উচ্চশিক্ষা—সব মিলিয়ে তাঁর পথচলা প্রমাণ করে দেয়, সঠিক সহায়তা পেলে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব।

২০২৫ সালে মিস ইউনিভার্স খেতাব অর্জন করেছেন ফাতিমা

সম্পর্কিত নিবন্ধ

  • ইউনাইটেড পাওয়ারের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে 
  • ছেলেবেলার যে বাধা পেরিয়ে মিস ইউনিভার্স হয়েছেন ফাতিমা বশ‍
  • আজ টিভিতে যা দেখবেন (২৩ নভেম্বর ২০২৫)
  • খাদ্য অধিদপ্তরের পঞ্চম পর্যায়ে পরীক্ষার তারিখ ঘোষণা, প্রবেশপত্র ডাউনলোড শুরু
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ
  • এ ভূমিকম্প হুঁশিয়ারি সংকেত, বড় বিপদ তো সামনে
  • আজ টিভিতে যা দেখবেন (২২ নভেম্বর ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (২১ নভেম্বর ২০২৫)
  • করপোরেট ক্রিকেট কার্নিভালে শুক্রবার মাঠে নামছে ওয়ালটন