‎পিরোজপুরের সদর উপজেলায় ডাকাতির সময় জনগণের হাতে আটক হয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত এক ডাকাতকে আটক করছে পিরোজপুর থানা পুলিশ।  

আরো পড়ুন:

ঢাকায় ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন লক্ষ্মীপুরে

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের পাশাপাশি দাফন

‎পিরোজপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা ডাকাতির তথ্য জানিয়েছেন। ‎নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আটককৃত সবুজ হাওলাদারের (৫৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের উপপরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পিরোজপুর সদর থানার উপপরিদর্শক রাধা রমনের নেতৃত্বে থাকা পুলিশের টহল টিম পশ্চিম দুর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। বাকিরা পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে আড়াইটার দিকে পশ্চিম দুর্গাপুর গ্রামের অনুকূল রায়ের বাড়িতে দেশীয় অস্ত্রধারী ৬ থেকে ৭ জনের ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা ঘরের বাইরে অবস্থানরত লোকজনকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে দরজা খুলে দিতে বাধ্য করে। পরে গৃহকর্তা বাধ্য হয়ে দরজা খুলে দেন। ঘরে ঢুকে তারা অনুকূল রায়ের পরিবারের অন্যান্য সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তার কন্যা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রিঙ্কু রায়কে মাথায় আঘাত করে আহত করে। ডাকাত দল ঘর থেকে আনুমানিক ৫ ভরি সোনা, ৮ ভরি রুপা, একটি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা লুট করে পালানোর চেষ্টা করে। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাত দলের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা আটক ডাকাতদের গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।
 

ঢাকা/তাওহিদুল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত গণপ ট ন র সদর

এছাড়াও পড়ুন:

পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত 

‎পিরোজপুরের সদর উপজেলায় ডাকাতির সময় জনগণের হাতে আটক হয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত এক ডাকাতকে আটক করছে পিরোজপুর থানা পুলিশ।  

আরো পড়ুন:

ঢাকায় ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন লক্ষ্মীপুরে

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের পাশাপাশি দাফন

‎পিরোজপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা ডাকাতির তথ্য জানিয়েছেন। ‎নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আটককৃত সবুজ হাওলাদারের (৫৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের উপপরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পিরোজপুর সদর থানার উপপরিদর্শক রাধা রমনের নেতৃত্বে থাকা পুলিশের টহল টিম পশ্চিম দুর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। বাকিরা পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে আড়াইটার দিকে পশ্চিম দুর্গাপুর গ্রামের অনুকূল রায়ের বাড়িতে দেশীয় অস্ত্রধারী ৬ থেকে ৭ জনের ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা ঘরের বাইরে অবস্থানরত লোকজনকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে দরজা খুলে দিতে বাধ্য করে। পরে গৃহকর্তা বাধ্য হয়ে দরজা খুলে দেন। ঘরে ঢুকে তারা অনুকূল রায়ের পরিবারের অন্যান্য সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তার কন্যা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রিঙ্কু রায়কে মাথায় আঘাত করে আহত করে। ডাকাত দল ঘর থেকে আনুমানিক ৫ ভরি সোনা, ৮ ভরি রুপা, একটি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা লুট করে পালানোর চেষ্টা করে। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাত দলের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা আটক ডাকাতদের গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।
 

ঢাকা/তাওহিদুল/বকুল 

সম্পর্কিত নিবন্ধ