যুদ্ধবিরতি ঘোষণার পর ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ বার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজা সরকারি গণমাধ্যম অফিসের তথ্য অনুযায়ী, হামলায় প্রায় ৩৪২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী এবং বৃদ্ধ।

শনিবার এক বিবৃতিতে দপ্তরটি বলেছে, “ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের যুদ্ধবিরতি চুক্তির ক্রমাগত গুরুতর এবং পদ্ধতিগত লঙ্ঘনের তীব্র নিন্দা জানাই। এই লঙ্ঘনগুলো আন্তর্জাতিক মানবিক আইন এবং চুক্তির সাথে সংযুক্ত মানবিক প্রোটোকলের স্পষ্ট লঙ্ঘন। এই লঙ্ঘনের মধ্যে, আজ, শনিবার ২৭টি হামলার ঘটনা ঘটেছে, যার ফলে ২৪ জন শহীদ এবং ৮৭ জন আহত হয়েছেন।”

দপ্তরটি আরো জানিয়েছে, লঙ্ঘনের ফলে মানবিক ও নিরাপত্তাজনিত প্রতিকূলতার জন্য ইসরায়েল সম্পূর্ণরূপে দায়ী।

যুদ্ধবিরতি চুক্তিতে বাধ্যতামূলকভাবে বিধ্বস্ত ছিটমহলে অত্যন্ত প্রয়োজনীয় সাহায্য ও চিকিৎসা সরবরাহের পূর্ণ এবং অবাধ প্রবাহে ইসরায়েল কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করে চলেছে।

শনিবার গাজা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা শুরু করে, যার ফলে শিশুসহ কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়, যা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ছয় সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজার তথাকথিত হলুদ রেখার অভ্যন্তরে ইসরায়েলি-অধিকৃত অঞ্চলে হামাসের এক যোদ্ধা ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানোর পর তারা এই সর্বশেষ হামলা চালিয়েছে।

হামাস ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য

এছাড়াও পড়ুন:

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসকরা জানিয়েছেন,  প্রথম হামলাটি ঘনবসতিপূর্ণ রিমাল পাড়ায় একটি গাড়িতে আঘাত করা হয়েছিল। এর ফলে গাড়িতে আগুন ধরে যায়। নিহত পাঁচজন গাড়ির যাত্রী নাকি পথচারীদের মধ্যে ছিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। আগুন নেভাতে এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে কয়েক ডজন মানুষ ছুটে আসে।

গাড়িতে হামলার কিছুক্ষণ পরেই ইসরায়েলি বিমান বাহিনী মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহর এবং নুসাইরাত ক্যাম্পে দুটি বাড়িতে দুটি পৃথক বিমান হামলা চালায়। এর ফলে কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার পশ্চিম গাজা শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা ১৮ তে পৌঁছেছে।

১০ অক্টোবর মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে সেই ঘোষণাকে পাশ কাটিয়ে প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত তিন শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ইউনিলিভারে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২৪ নভেম্বর
  • গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮