বঙ্গোপসাগরের বুকে নীলজলের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন দেখার ইচ্ছা কমবেশি সবার থাকে। কিন্তু প্রতিবেশ সংকটাপন্ন এই দ্বীপ ভ্রমণে যেতে হলে মানতে হয় সরকারি বিধিনিষেধ। এসব বিধিনিষেধ মেনে দ্বীপে ভ্রমণের অনুমতি কীভাবে পাবেন, সেখানে গিয়ে কোথায় থাকবেন, এমন ভাবনায় পিছিয়ে আসেন অনেকে। কিন্তু এখন এই সমস্যার সহজ সমাধানে চালু হয়েছে ওয়েবসাইট। ওয়েবসাইটে ঢুকে অনুমতি জোগাড়, থাকার জায়গার বুকিং দেওয়া—এসব এখন ঘরে বসেই করা যাবে।

পর্যটকসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ, হয়রানি-বিড়ম্বনা থেকে রক্ষা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ৪ নভেম্বর এই ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। মাইসেন্টমার্টিনবিডি ডটকম (mysaintmartinbd.

com) নামের এই ওয়েবসাইট চালুর প্রথম ৭ দিনে অন্তত ৫০ হাজার মানুষ ওয়েবসাইট ভিজিট করেছেন। এর মধ্যে অন্তত ৩৫০ জন অনলাইনে সেন্ট মার্টিন ভ্রমণের আবেদন করে পারমিট (অনুমতিপত্র) নিয়েছেন।

যে কারণে ওয়েবসাইট

নিয়মকানুন জানা না থাকায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ টেকনাফ পৌঁছে সেন্ট মার্টিন যাওয়ার চেষ্টা করেন। এতে বিড়ম্বনা ও দুর্ভোগের শিকার হন তাঁরা। সেন্ট মার্টিন যেতে না পেরে অনেকে হতাশ হয়ে টেকনাফ থেকে গন্তব্যে ফিরে যান। তাতে সময় ও অর্থের অপচয় হয়।

সেন্ট মার্টিন ভ্রমণ বিষয়ে চালু হওয়া সরকারি ওয়েবসাইট।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ রমণ

এছাড়াও পড়ুন:

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩৭

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার ভোরে সংঘটিত এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, আরেকুইপার ওকোনা জেলার পানামেরিকানা সুর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

গাজীপুরে ভ্যানকে ধাক্কা দিল কাভার্ডভ্যান, নিহত ১

কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো গণমাধ্যমকে জানিয়েছেন, এই বাস দুর্ঘটনায় ৩৬ জন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের প্রাণহানি ঘটেছে, ফলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মীদের বরাত দিয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

ওপোর্তো এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয় এবং রাস্তা থেকে উল্টে গিয়ে একটি খাদে পড়ে।

আরেকুইপা সরকার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, দুর্ঘটনায় আহত ২৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ