ঢাকা জেলার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন নবীনগর-চন্দ্রা সড়কে চলন্ত বাসে আগুন লেগেছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ডিইপিজেড সংলগ্ন সম্ভার পেট্রোল পাম্পের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে বাসে আগুন লাগে।
আরো পড়ুন:
আশুলিয়ায় মসলা ভর্তি পিকআপে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল বস্তার গুদাম
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে কীভাবে আগুনের সূত্রপাত, সেটি নিশ্চিত হওয়া যায়নি। বাসটি পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত হয়।
পুলিশের ধারণা, যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে। বাসের চালক রেজাউল জানান, নিজ থেকে আগুন লাগার সুযোগ নেই। তবে কাউকে গাড়িতে আগুন লাগাতেও দেখেননি তিনি।
বাসের চালক রেজাউল গণমাধ্যমকে বলেন, ‘‘বিকালে যাত্রী আনার জন্য খালি বাস নিয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ডিইপিজেডের দিকে যাচ্ছিলাম। ডিইপিজেড সংলগ্ন সম্ভার পেট্রোল পাম্পের সামনে আসার পর পিছন থেকে আগুনের তাপ অনুভব করি। পরে বাসের ভিতরে আগুন জ্বলতে দেখি। বাস থামিয়ে দ্রুত নেমে যাই। পরে আশপাশের লোকজনের সহায়তায় বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।’’
তিনি বলেন, ‘‘প্রথমে বাসের পিছনের ৬ সিটে আগুন লাগে। কোনো কারণ ছাড়া এমনি এমনি বাসে আগুন লাগার কথা না। তবে কাউকে বাসে আগুন লাগাতে দেখিনি।’’
ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভিতরের সিট পুড়ে গেছে।’’ আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেননি এই কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, ‘‘প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে বাসে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। বাসে কোনো যাত্রী ছিল না।’’
ঢাকা/সাব্বির/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগ ন আগ ন ল গ আগ ন ন খবর প
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে শ্রাবণ বাহিনীর তাণ্ডব, লুটপাট : ৪ জনকে কুপিয়ে জখম
রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে শ্রাবণ বাহিনীর লোকজন একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় প্রতিপক্ষের লোকজন বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী বিলকিস বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি অভিযোগ দেন।
ভুক্তভোগী বিলকিস বেগম জানান, তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ ও তার চাচার সঙ্গে তাদের পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তারাবো হাটিপাড়া এলাকায় শ্রাবণ ও তার বাহিনীর লোকজন সাধারণ মানুষের জন্য আতংকের নাম।
তারা এলাকায় মাদক, চাঁদাবাজি থেকে শুরু করে নানা অপকর্ম করে আসছে। গত সোমবার রাতে রাসেল, রুবেল, শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ, সাহেব, সূর্য, মেহেদী, সিয়াম, নিরব, রাজু, আশিক, নাহিদ, আল-আমিন আকাশ, জিসান, রিয়াদ, রবিউলসহ অজ্ঞাত ৫০/ ৬০ জন বেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিলকিস বেগমের বাড়িতে প্রবেশ করে হামলা ভাঙচুর চালাতে থাকে।
এসময় বিলকিস বেগমের দেবর মামুন মিয়া ও রিফাত মিয়া বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় প্রতিপক্ষের লোকজন ভাসুর মিয়া ও দেবর মোক্তার হোসেনের বসত করে হামলা ভাঙচুর চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
এ সময় হামলাকারীরা দুই ঘর থেকে মোট নগদ আড়াই লাখ টাকা ও স্বর্ণালংকার সহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শ্রাবণ ও তার লোকজন হুমকি ধামকি দিয়ে চলে যায়। আহতদের উদ্ধার করে নিয়ে রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীণ।