মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে মশাল মিছিল
Published: 19th, November 2025 GMT
বিএনপি ও দলের নেতাকর্মীদের চাঁদাবাজ আখ্যা দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে এবার মশাল মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।
বুধবার (১৯ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মশাল মিছিল করেন।
তাদের অভিযোগ, মান্নানের এই বিতর্কিত মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুন্ন সহ সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সবাই দাবি করছেন দলের জন্য ক্ষতিকারক এই ব্যক্তির প্রার্থীতা বাতিল করে মনোনয়নপ্রত্যাশী অন্যান্য নেতৃবৃন্দের মধ্য থেকে সুশিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে যেনো মনোনয়ন দেয়া হয়।
তাই দলের ভাবমূর্তি রক্ষায় আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা বাতিল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তারা।
এসময় মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, থানা জাসাস সদস্য সচিব আকাশ প্রধান, থানা জাসাস যুগ্ম আহবায়ক নাইম হোসেন, থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক সজল,থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাজ্জাদ হোসেন, থানা ছাত্রদলের সাবেক সদস্য ফাহিম চৌধুরি,থানা কৃষকদল নেতা সুজন, সুহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৮ নভেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির নেতা কর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে বিদ্রুপ করেছেন।
পরে মান্নানের সেই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ র ন ত কর ম ল ইসল ম ব এনপ
এছাড়াও পড়ুন:
কারাবন্দি আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুʼটি আমলী আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
তিনি বলেন, ফতুল্লা থানার চারটি হত্যা মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিনা খাতুন এবং সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাইমানাহ আক্তার মনির আদালতে শুনানি হয়।
শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন অভিযুক্ত সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মামলাগুলোর শুনানি হবার কথা থাকলোও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লকডাউন” কর্মসূচির কারণে তা পেছানো হয়।
গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে গত ৬ মাস ধরে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি। পরে আরও চারটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট” দেখায় পুলিশ।
গত ৯ নভেম্বর হাই কোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।
ওইদিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে।
পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে। তবে, এ পাঁচ মামলার একটিতেও আইভী এজাহারনামীয় আসামি নন।
এদিকে, পাঁচ মামলায় আইভীকে জামিন দিয়ে হাই কোর্টের আদেশ গত বুধবার স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
মঙ্গলবার আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আওলাদ হোসেন। তিনি বলেন, এ মামলাগুলোতে আইভী আসামি নন, কোথাও তার নাম নেই। গ্রেপ্তার কোনো আসামিও ঘটনাগুলোর সঙ্গে তার জড়িত থাকার কোনো স্বীকারোক্তিও দেয়নি।
আইভী হাইকোর্টে পাঁচটি মামলায় জামিন পেয়েছিলেন, কেবলমাত্র তার কারামুক্তি বিলম্বিত করতেই পুলিশ তড়িঘড়ি করে নতুন ৫টি মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করে।”এ ব্যাপারে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান।