Risingbd:
2025-11-20@03:29:19 GMT

রামপুরায় বাসে আগুন 

Published: 20th, November 2025 GMT

রামপুরায় বাসে আগুন 

ঢাকার রামপুরায় বিটিভি ভবনের উল্টাপাশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ নভেম্বর)  রাত ১০ টার দিকে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

কুমিল্লায় মহাসড়কের বকুলগাছে দফায় দফায় আগুন

লক্ষ্মীপুরে গ্যারেজে থাকা বাসে আগুন দিল সন্ত্রাসীরা

স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্লাইওভারের নিচে পার্কিং করা বাসটিতে আগুন দেয় দু্র্বৃত্তরা। এ সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বাসটি ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, “খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে আগুন  নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে।”

ঢাকা/এমআর/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন আগ ন দ

এছাড়াও পড়ুন:

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা রাখালিয়াচালা এলাকায় বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে দশটার সময় সিলিন্ডারের গ্যাসের আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন।

অগ্নিদগ্ধরা হলেন, একই এলাকার আলী হোসেন (২৫), মোতালেব হোসেন (৩৫), শফিকুর রহমান (৩৪) শামীম আহমেদ (৩০), আশিক (২৫) ও আনু মিয়া (২৪)। 

এদের মধ্যে আনু মিয়া ও আলী হোসেন নামের  দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, উপজেলা রাখালিয়াচালা এলাকার মোতালে ওয়ার্ক শপে এটি একটি বড় গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ দ্রুতগতিতে গ্যাস বেরিয়ে পাশের চায়ের দোকানের আগুনে ছড়িয়ে পড়ে। মোতালেব ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন, চায়ের দোকানে বসা সফিকুল ইসলাম ও শামীম আহমেদ অগ্নিদগ্ধ হন। সেসময় দোকানে কিছু মালামাল ও সাইনবোর্ড পুড়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে তানহা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান বলেন, “কেউ এ বিষয়টি আমাদের জানায়নি। তবে ঘটনাস্থলে গিয়ে লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি।”

ঢাকা/রেজাউল/এস

সম্পর্কিত নিবন্ধ