Risingbd:
2025-11-17@11:40:02 GMT

কষ্টের জয়ে শেষ চারে জেভেরেভ

Published: 21st, January 2025 GMT

কষ্টের জয়ে শেষ চারে জেভেরেভ

কষ্টের জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আলেকজান্ডার জেভেরেভ। আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিনি আমেরিকার টমি পলকে হারিয়েছেন ৭-৬ (৭-১), ৭-৬ (৭-০), ২-৬ ও ৬-১ ব্যবধানে। এটা ছিল ২৭ বছর বয়সী জেভেরেভের টানা সপ্তম জয়।

ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘‘আমি দুই সেটে পিছিয়ে পড়েছিলাম। কারণ, সে আমার চেয়ে ভালো খেলছিল। আমি ভালো খেলছিলাম না। চতুর্থ সেটটি ছিল আমার খেলা সেরা। আবারও সেমিফাইনালে উঠতে পেরে আমি খুশি।’’

জেভেরেভ এর আগে ২০২০ ও ২০২৪ সালে মেলবোর্ন পার্কে সেমিফাইনালে উঠেছিলেন। এবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে তিনি হয় দশবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ অথবা কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। যার কাছে তিনি গেল বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন। এই ম্যাচটা হবে জেভেরেভের ক্যারিয়ারের নবম গ্র্যান্ডস্লাম সেমিফাইনাল। যা খেলা চালিয়ে যাওয়া খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ, যারা এখনও কোনো শিরোপা জিততে পারেননি।

আরো পড়ুন:

কোয়ার্টার ফানালেই মুখোমুখি জোকোভিচের-আলকারাজ

ফেদেরারকে পেছনে ফেলার ম্যাচে প্রতিপক্ষকে প্রশংসায় ভাসালেন জোকোভিচ

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিশ্বের যেকোনো আদালতের মানদণ্ডে এই সাক্ষ্যপ্রমাণগুলো উতরে যাবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনাসহ আসামিদের যে সাজা দেওয়া হয়েছে, পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করলে একই শাস্তি পাবেন।

আজ সোমবার দুপুরে রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘যে ধরনের সাক্ষ্যপ্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে, বিশ্বের যেকোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্যপ্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হলে আজ যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন।’

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সব আন্তর্জাতিক নর্মস, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ক্রাইমস এগেন্স হিউম্যানিটির মতো কমপ্লেক্স (মানবতাবিরোধী অপরাধের মতো জটিল) অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সঙ্গে সেটা করেছে।’ তিনি বলেন, ‘অপরাধী যতই ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যেখানে যত বড় অপরাধীই হোক, তার অপরাধের জন্য তাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে।’

তাজুল ইসলাম আরও বলেন, এই রায়ের প্রক্রিয়া সমাপ্ত হওয়ার মাধ্যমে দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে। যদিও আরও অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে। তিনি বলেন, ‘শহীদ পরিবার, যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না, তাদের সামনে অন্তত একটা ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।’

সম্পর্কিত নিবন্ধ