Risingbd:
2025-08-06@17:53:21 GMT

কষ্টের জয়ে শেষ চারে জেভেরেভ

Published: 21st, January 2025 GMT

কষ্টের জয়ে শেষ চারে জেভেরেভ

কষ্টের জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আলেকজান্ডার জেভেরেভ। আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিনি আমেরিকার টমি পলকে হারিয়েছেন ৭-৬ (৭-১), ৭-৬ (৭-০), ২-৬ ও ৬-১ ব্যবধানে। এটা ছিল ২৭ বছর বয়সী জেভেরেভের টানা সপ্তম জয়।

ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘‘আমি দুই সেটে পিছিয়ে পড়েছিলাম। কারণ, সে আমার চেয়ে ভালো খেলছিল। আমি ভালো খেলছিলাম না। চতুর্থ সেটটি ছিল আমার খেলা সেরা। আবারও সেমিফাইনালে উঠতে পেরে আমি খুশি।’’

জেভেরেভ এর আগে ২০২০ ও ২০২৪ সালে মেলবোর্ন পার্কে সেমিফাইনালে উঠেছিলেন। এবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে তিনি হয় দশবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ অথবা কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। যার কাছে তিনি গেল বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন। এই ম্যাচটা হবে জেভেরেভের ক্যারিয়ারের নবম গ্র্যান্ডস্লাম সেমিফাইনাল। যা খেলা চালিয়ে যাওয়া খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ, যারা এখনও কোনো শিরোপা জিততে পারেননি।

আরো পড়ুন:

কোয়ার্টার ফানালেই মুখোমুখি জোকোভিচের-আলকারাজ

ফেদেরারকে পেছনে ফেলার ম্যাচে প্রতিপক্ষকে প্রশংসায় ভাসালেন জোকোভিচ

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এমবিই খেতাবে ভূষিত এমজেএফ নির্বাহী পরিচালক শাহীন আনাম

যুক্তরাজ্যের সম্মানসূচক এমবিই (মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) উপাধিতে ভূষিত হয়েছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

আজ বুধবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে একটি অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আনুষ্ঠানিকভাবে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক শাহীন আনামের হাতে এমবিই খেতাবের স্মারক তুলে দেন।

বাংলাদেশে সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজা তৃতীয় চার্লস শাহীন আনামকে অনারারি এমবিই খেতাবের জন্য মনোনীত করেছিলেন।

বাংলাদেশে মানবাধিকার উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করতে যুক্তরাজ্য দুই দশকের বেশি সময় ধরে মানুষের জন্য ফাউন্ডেশনের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব বজায় রেখেছে। এই অংশীদারত্বের মাধ্যমে যুক্তরাজ্য সরকার ৪৬০টির বেশি তৃণমূল সংগঠনকে সহায়তা দিয়েছে। এর ফলে সবার জন্য মর্যাদা, অন্তর্ভুক্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পরিবর্তনশীল কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে সারাহ কুক বলেন, ‘আমি রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে শাহীন আনামকে এই পুরস্কার প্রদান করতে পেরে আনন্দিত। মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং লিঙ্গ সমতার প্রতি তাঁর অক্লান্ত নিষ্ঠা ও প্রতিশ্রুতি বাংলাদেশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে—যা আমাদের দুই দেশের মধ্যকার মূল্যবোধ ও টেকসই অংশীদারত্বের প্রতিফলন।’

সম্পর্কিত নিবন্ধ