দুর্দান্ত কামব্যাকে সেমিতে জকো, বিদায় আলকারাজের
Published: 21st, January 2025 GMT
তরুণ স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পা রেখেছেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ। গ্র্যান্ডস্লামে ৫০তম বারের মতো সেমিফাইনালে ওঠার কীর্তি গড়েছেন তিনি।
মঙ্গলবার মেলবোর্নের রড লাভের অ্যারেনায় হাইভোল্টেজ ম্যাচে ৪-৬, ৬-৪, ৬-৩ ও ৬-৪ গেমে জিতেছেন ৩৭ বছর বয়সী জকো। এতে তার ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সুযোগ বাঁচল।
বয়স হয়েছে জকোভিচের। তার পূর্বের প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার ও রাফায়েল নাদাল অবসরে গেছেন। লড়াই জমাতে নতুন করে আলোয় এসেছেন আলকারাজ। তার বিপক্ষে অনেকটা আন্ডারডগ হিসেবে মাঠে নেমেছিলেন জকো। তবে অ্যান্ডি মুরেকে কোচ করার সুফল যেন দ্বিতীয় সেটেই পান তিনি।
প্রথম সেটে পিছিয়ে পড়লেও দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান জকো। ৩-০’র লিড নেন। যদিও আলকারাজ তা ৩-৩ করে ফেলেন। পরের গল্পটা জকোর। মেলবোর্ন পার্কের ভরা গ্যালারিতে ৩ ঘণ্টা ৩৭ মিনিটের লড়াই শেষে সার্বিয়ান স্নো লিওপার্ডের মতো গর্জন ছাড়েন জকো।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক র ল স আলক র জ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুর ও আদাবর থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার
বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ। তাঁদের মধ্যে মোহাম্মদপুর থেকে ১২ জন এবং আদাবর থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থান থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান (২৫), পলাশ (২৩), রানা সরকার (২৫), ইমন (২৪), ইসমাইল (২০), সাব্বির (২২), মোহাম্মদ আলী (২৯), ইশতিয়াক (২৪), আসিফ (২৪), জসীম উদ্দিন (২৫), সাইদুর (৪৪) ও নয়ন ইব্রাহিম খলিল (১৯)। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।
আদাবর থানার বরাত দিয়ে বলা হয়, মঙ্গলবার আদাবর থানার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নয়ন (১৯), মো. ওসমান ওরফে রুবেল (২০), মো. হাসান (১৯), মো. সজীব (১৮) ও মো. রাসেল (২৭)।