টটেনহ্যামকে গোলবন্যায় ভাসিয়েও সন্তষ্ট নন লিভারপুল কাপ্তান
Published: 7th, February 2025 GMT
কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুল শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৫) টটেনহ্যাম হটস্পারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। দুই লেগ মিলিয়ে ৪-১ অ্যাগ্রিগেটে ফাইনালে উঠে গিয়েছে অলরেডরা। তবে এই দুর্দান্ত জয়ের পরও লিভারপুলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক দলের পারফরম্যান্সের কিছু দিক নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
কোডি গাকপো, মোহাম্মদ সালাহ, দমিনিক সোবোসলাই এবং ভ্যান ডাইকের গোলে লিভারপুল স্পার্সকে রীতিমত বিধ্বস্ত করেছে। আর্নে স্লটের দলটি প্রথম মিনিট থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে। সেই তীব্রতা এতোটাই বেশি ছিল যে, গোটা ম্যাচে স্পার্স একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি!
আরো পড়ুন:
উড়তে থাকা বোর্নমাউথকে হারিয়েও অস্বস্তিতে লিভারপুল
সালাহর ‘একশর’ দিনে লিভারপুলের দাপুটে জয়
তবে এমন দারুণ প্রদর্শনীর পরও ভ্যান ডাইক নিজেদের প্রথমার্ধের পারফরম্যান্সের সমালোচনা করেছেন, “আমাদের একটি পরিপূর্ণ পারফরম্যান্স প্রয়োজন ছিল। আমি এখনও মনে করি, প্রথমার্ধে আমরা আরও আক্রমণাত্বক হয়ে তাদের ওপর চাপ বাড়াতে পারতাম, এবং এটাই আমি (দলকে) বলেছি। তবে যেমনভাবে আজ রাতে জিতলাম, এটা দলের এবং ক্লাবের জন্য দারুণ। এখন আমরা এফএ কাপের দিকে মনোযোগ দিব।”
এই ফলাফল এই মৌসুমে লিভারপুলের চারটি বড় শিরোপা জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছে। স্লটের দল প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। একম্যাচ বেশি খেলে দ্বিতীয়স্থানে থাকা আর্সেনাল ৬ পয়েন্ট পিছিয়ে আছে। অন্যদিকে এবারের রবিন রাউন্ড পদ্ধতির চ্যাম্পিয়নস লিগে শীর্ষে থেকেই সেরা ষোলোতে ওঠেছে অলরেডরা।
লিভারপুল এফএ কাপের চতুর্থ রাউন্ডে প্লাইমাউথ আর্গাইলের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে রবিবার। অন্যদিকে আগামী ১৬ মার্চ কারাবাও কাপ ফাইনালে নিউক্যাসলের মুখোমুখি হবে তারা।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত