টটেনহ্যামকে গোলবন্যায় ভাসিয়েও সন্তষ্ট নন লিভারপুল কাপ্তান
Published: 7th, February 2025 GMT
কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুল শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৫) টটেনহ্যাম হটস্পারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। দুই লেগ মিলিয়ে ৪-১ অ্যাগ্রিগেটে ফাইনালে উঠে গিয়েছে অলরেডরা। তবে এই দুর্দান্ত জয়ের পরও লিভারপুলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক দলের পারফরম্যান্সের কিছু দিক নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
কোডি গাকপো, মোহাম্মদ সালাহ, দমিনিক সোবোসলাই এবং ভ্যান ডাইকের গোলে লিভারপুল স্পার্সকে রীতিমত বিধ্বস্ত করেছে। আর্নে স্লটের দলটি প্রথম মিনিট থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে। সেই তীব্রতা এতোটাই বেশি ছিল যে, গোটা ম্যাচে স্পার্স একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি!
আরো পড়ুন:
উড়তে থাকা বোর্নমাউথকে হারিয়েও অস্বস্তিতে লিভারপুল
সালাহর ‘একশর’ দিনে লিভারপুলের দাপুটে জয়
তবে এমন দারুণ প্রদর্শনীর পরও ভ্যান ডাইক নিজেদের প্রথমার্ধের পারফরম্যান্সের সমালোচনা করেছেন, “আমাদের একটি পরিপূর্ণ পারফরম্যান্স প্রয়োজন ছিল। আমি এখনও মনে করি, প্রথমার্ধে আমরা আরও আক্রমণাত্বক হয়ে তাদের ওপর চাপ বাড়াতে পারতাম, এবং এটাই আমি (দলকে) বলেছি। তবে যেমনভাবে আজ রাতে জিতলাম, এটা দলের এবং ক্লাবের জন্য দারুণ। এখন আমরা এফএ কাপের দিকে মনোযোগ দিব।”
এই ফলাফল এই মৌসুমে লিভারপুলের চারটি বড় শিরোপা জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছে। স্লটের দল প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। একম্যাচ বেশি খেলে দ্বিতীয়স্থানে থাকা আর্সেনাল ৬ পয়েন্ট পিছিয়ে আছে। অন্যদিকে এবারের রবিন রাউন্ড পদ্ধতির চ্যাম্পিয়নস লিগে শীর্ষে থেকেই সেরা ষোলোতে ওঠেছে অলরেডরা।
লিভারপুল এফএ কাপের চতুর্থ রাউন্ডে প্লাইমাউথ আর্গাইলের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে রবিবার। অন্যদিকে আগামী ১৬ মার্চ কারাবাও কাপ ফাইনালে নিউক্যাসলের মুখোমুখি হবে তারা।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ধোনি কেন আইপিএল ছাড়তে পারছেন না: পেছনে হাজার কোটি টাকার খেলা
বয়স ৪৪, শরীরও আর আগের মতো চলছে না। তবু মহেন্দ্র সিং ধোনি আইপিএল ছাড়েননি। সর্বশেষ মৌসুমে খেলেছেন, শোনা যাচ্ছে, পরের মৌসুমেও খেলবেন। অথচ তাঁর মাঠের পারফরম্যান্স বলছে, সময় ফুরিয়েছে। তবু তিনি খেলে যাচ্ছেন কেন? ক্রিকেট ছাড়তে পারছেন না তাই? নাকি খ্যাতির মোহ? সত্যিটা এসবের চেয়েও বড়—ধোনি এখন শুধুই একজন ক্রিকেটার নন, তিনি একটি বিশাল অর্থনৈতিক ইকোসিস্টেমের মূল স্তম্ভ, যাঁর বিদায় মানে অনেক কিছুর ধস।
চলুন দেখা যাক, কীভাবে ধোনির একটুখানি মাঠে থাকা বদলে দেয় বিশাল অঙ্কের হিসাব।২৩ কোটি ৫০ লাখ ডলারের ব্র্যান্ড ভ্যালু ২০২৫ আইপিএল ছিল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জন্য ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসেই সবচেয়ে বাজে মৌসুম। পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে থেকে মৌসুম শেষ করেছে তারা। কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার, এর কোনো প্রভাবই পড়েনি সিএসকের ব্র্যান্ড ভ্যালুতে; বরং সামান্য বেড়েছে!
হুলিহ্যান লোকির ‘আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি ২০২৫’ প্রতিবেদন বলছে, ২০২৫ সালে সিএসকের ব্র্যান্ড ভ্যালু বেড়ে হয়েছে ২৩ কোটি ৫০ লাখ ডলার, যা ২০২৪ সালে ছিল ২৩ কোটি ১০ লাখ ডলার। যদিও আইপিএলের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজির র্যাঙ্কিংয়ে চেন্নাই ১ নম্বর থেকে তিনে নেমে গেছে, কিন্তু সেটা পুরোপুরি মাঠের পারফরম্যান্সের কারণে নয়।
তুলনা করে দেখা যাক—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) প্রথমবার আইপিএল জেতায় তাদের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ২৬ কোটি ৯০ লাখ ডলারে, উঠে এসেছে ১ নম্বরে। অথচ সিএসকে কিছু না করেই সেরা তিনে আছে শুধু একজনের জন্য—ঠিক ধরেছেন, এম এস ধোনি!
২০২৩ আইপিএলের একটি মুহূর্তই বলে দেয়, ধোনির উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ৩ বল খেলেছিলেন ধোনি, করেছিলেন ১২ রান। তাতেই ওটিটি প্ল্যাটফর্মে ভিউয়ারশিপ পৌঁছায় ১ কোটি ৭০ লাখে, যা ছিল সে মৌসুমের সর্বোচ্চ। এমনকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ১ কোটি ৬০ লাখ ভিউয়ারকেও ছাপিয়ে গিয়েছিল ধোনির সেই ৩ বল স্থায়ী ইনিংসটা!
টিএএম মিডিয়া রিসার্চ বলছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ধোনি দিনে গড়ে বিভিন্ন প্লাটফর্মে ১৪ ঘণ্টা স্ক্রিন টাইম ধরে রেখেছেন। ২০২৪ সালে তিনি ৪২টি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন, যা অমিতাভ বচ্চন (৪১) ও শাহরুখ খানের (৩৪) চেয়েও বেশি।