দাঁড়িয়ে থাকা বাসে আগুন, হেলপারের মৃত্যু
Published: 12th, February 2025 GMT
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে দাঁড়িয়ে থাকা গাংচিল পরিবহন নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা হেলপার যাহাবির মিয়া (১৪) দগ্ধ হয়ে মারা গেছেন। কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার লৌহজং সড়কের বালিগাঁও বাজার সেতুতে ঘটনাটি ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.
মারা যাওয়া যাহাবির লৌহজং উপজেলা পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে।
আরো পড়ুন:
মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু
নোয়াখালীতে গণপিটুনিতে নিহত এক
যাহাবিরের মা মুন্নী বেগম বলেন, “আমার স্বামী সন্তানদের খোঁজ নেয় না। আমার ছেলে গাড়ির হেলপারের কাজ করতো। রাতে সে গাড়িতেই ঘুমাতো। মাঝে মধ্যে বাড়িতে আসতো। ওই আমাদের আয় করে খাওয়াতো।”
যাহাবিরের নানা মুজিবুর পাঠান বলেন, “আমার নাতির আয়ে সংসার চালাতো। ওর ছোট বোন পঞ্চম শ্রেণিতে পড়ে। সংসারের সমস্ত ব্যয় ওই দিতো। তিনদিন আগে বাড়ি থেকে বের হয় যাহাবির। সারদিন হেলপারের কাজ করে রাতে গাড়িতেই ঘুমাতো সে।”
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, “রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এসময় বাসের ভেতর থেকে হেলপারের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। কিভাবে আগুনের সূত্রপাত সেটি খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।”
টংগিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় বাসে ঘুমন্ত চালকের সহকারী নিহত হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হবে।”
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।