জাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় আবার বাড়ল
Published: 5th, May 2025 GMT
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় আবার বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, অনলাইনে ২০ মে পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। গতকাল রোববারের বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডেটা নিশ্চয়ন ৭ থেকে ২১ মের মধ্যে। কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে ২১ থেকে ২৬ মের মধ্যে।
আরও পড়ুনজাপানের মেক্সট বৃত্তি, মাসে ১ লাখ ১৭ হাজার ইয়েন, একাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সুযোগ৪ ঘণ্টা আগেএ ছাড়া ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী তাঁদের এফ গ্রেড প্রাপ্ত কোড ছাড়াও সি+, সি ও ডি গ্রেড প্রাপ্ত পত্রগুলোর মধ্যে সর্বোচ্চ দুটি পত্রে মানোন্নয়নের জন্য ফরম পূরণের আবেদন করতে পারবেন। ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের অনার্স চতুর্থ বর্ষে এক বা একাধিক কোর্সে যাঁরা এফ গ্রেড প্রাপ্ত (অকৃতকার্য) অথবা অনুপস্থিত, তাঁরা বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য সব মিলিয়ে পাঁচ হাজার টাকা বিশেষ ফি দিয়ে আবেদনের ফরম পূরণ করতে পারবেন। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
আরও পড়ুনমাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে আবেদনের সময় বৃদ্ধি১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
অভিনেতা এজাজ খানের বিরুদ্ধে ধর্ষণ মামলা
ওটিটি প্ল্যাটফর্মের বিতর্কিত রিয়েলিটি শো ‘হাউজ অ্যারেস্ট’। এ শো নিয়ে ভারতজুড়ে বিতর্ক চলছে। অনুষ্ঠানটিতে যৌনতা নিয়ে খোলাখুলি মন্তব্য করায় অভিনেতা এজাজ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। এবার অভিনেতা এজাজ খানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করলেন এক অভিনেত্রী।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের চরকোপ থানায় এজাজ খানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক অভিনেত্রী। ‘হাউজ এরেস্ট’ শো উপস্থাপনার সুযোগ করে দেওয়া এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর।
এ অভিনেত্রী জানিয়েছেন, গত ২৫ মার্চ অভিনেতা এজাজ খানের বাড়িতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন। এর কয়েক দিন পর অভিনেত্রীকে মারধর এবং ধর্ষণ করেন এজাজ। অভিনেত্রীকে এজাজ খান জানান, তাদের ধর্মে চার বিয়ের অনুমতি রয়েছে। আশ্বাস দেন তিনি তার সম্পূর্ণ দায়িত্ব নেবেন।
আরো পড়ুন:
সড়ক দুর্ঘটনার কবলে পবনদীপ
বলিউড ইন্ডাস্ট্রিকে ‘চোর’ বললেন নওয়াজউদ্দিন
৬৪, ৬৪ (২) (এম), ৬৯ এবং ৭৪ ধারায় মামলাটি দায়ের করেছেন অভিনেত্রী। এরই মধ্যে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিনেতা এজাজ খান ‘হাউস অ্যারেস্ট’ নামের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সেই রিয়েলিটি শোর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে প্রতিযোগীদের সঙ্গে যৌনতা নিয়ে কথা বলতে দেখা যায় এজাজকে।
এরপরেই শুরু হয় প্রচন্ড বিতর্ক। অন্তর্জালে অভিনেতার শাস্তি ও অনুষ্ঠানটি বন্ধ করে পদক্ষেপ নিতে অনুরোধ করেন অনেকে। কেউ অভিযোগ করেন, ওটিটি প্ল্যাটফর্মে এ ধরনের শো প্রকাশ্যে অশ্লীলতা ছড়াচ্ছে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম থেকে বিতর্কিত শোটি সরিয়ে নেওয়া হয়।
ঢাকা/শান্ত