আজকাল গণমাধ্যমের মুখোমুখি হন না জেমস। কনসার্টের বাইরে আয়োজন করে ছবিও তোলা হয় না। রেকর্ডিং না থাকলে ঘরেই থাকেন, নিজের মতো সময় কাটান। কথাও বলেন কম। সেই জেমসকেই গত ২৩ মার্চ পাওয়া যায় আড্ডার মেজাজে। সেখানেই উঠে আসে তাঁর জীবনের নানা জানা-অজানা কথা। আজ জেমসের ৬১তম জন্মদিনে সে সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো।

জেমসের বাবা মোজাম্মেল হক ছিলেন সরকারি চাকুরে। পরিবারের কেউ কখনো গানের সঙ্গে যুক্ত ছিল না। ফলে বড় ছেলে জেমসের গায়ক–জীবন চাননি বাবা মোজাম্মেল হক ও মা জাহানারা খাতুন। কিন্তু কলেজজীবনের পর জেমসের মাথায় ঢোকে গানের পোকা। আর তাই অভিমানী জেমসকে ঘর ছেড়ে পথে নামতে হয়। আড্ডার শুরুতেই তাই জানতে চাওয়া হয় ‘বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। নিশ্চয়ই তিনি চাইতেন পড়াশোনা করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হবেন। ব্যান্ডসংগীতে জড়ালেন কীভাবে?’ জেমস বললেন, ‘তা তো জানি না, কীভাবে জড়িয়ে পড়লাম। সংগীতের সঙ্গে আসলে মানুষ কীভাবে জড়ায়? তখন বাইরের গান প্রচুর শুনতাম। এভাবে ওয়েস্টার্ন গানের সঙ্গে পরিচয় হয়, সংগীতের প্রতি ভালো লাগা জন্মায়। এ ভালো লাগা থেকেই জড়িয়ে পড়া।’

জেমস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ