রেললাইনে বিকল যাত্রীবাহী অটোরিকশা, ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত
Published: 2nd, October 2025 GMT
রাস্তা পার হতে কেবল রেললাইনে উঠেছিল সিএনজিচালিত অটোরিকশাটি। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বিকল হয়ে যায়। অটোরিকশায় থাকা যাত্রীরা নেমে ধাক্কা দিয়ে এটিকে লাইন থেকে নামানোর চেষ্টা করেন। এরপরও শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটির যাত্রী মা ও নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধাক্কা দেওয়া ট্রেনটির নাম মহানগর এক্সপ্রেস। ধাক্কায় অটোরিকশাটি অন্তত ৪০ গজ দূরে রেললাইনের পাশে খাদে পড়ে যায়।
নিহত দুজন হলেন মৌলভীপাড়া এলাকার বাসিন্দা বদিউল আলমের স্ত্রী মাহমুদা বেগম (৪৫) ও তাঁর মেয়ে সানজিদা সুলতানা (২৫)। এ ঘটনায় সানজিদা সুলতানার এক বছরের শিশুও আহত হয়েছে।
নিহতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো.
পুলিশ জানায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকায় সানজিদা সুলতানার নানাশ্বশুর মারা যান। তাঁর মরদেহ দেখতে সিএনজিচালিত অটোরিকশায় একই পরিবারের চারজন সেখানে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন আসার আগেই রেললাইনে অটোরিকশাটি আটকে ছিল। পরে নিহত মাহমুদা বেগমের স্বামী ও ছেলে অটোরিকশা থেকে নেমে ধাক্কা দিয়ে এটিকে সরানোর চেষ্টা করেছিলেন। তবে মুহূর্তেই ট্রেন চলে আসায় এতে ধাক্কা লাগে। এ সময় মাহমুদা বেগম ও সানজিদা সুলতানা গুরুতর আহত হন।
এ ঘটনার পরই গুরুতর আহত মাহমুদা, সানজিদাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের মৃত্যু হয়।
জানতে চাইলে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আশরাফ ছিদ্দিক প্রথম আলোকে বলেন, তাঁরা অটোরিকশাটি উদ্ধার করেছেন। ঘটনার পর অটোরিকশাচালক পালিয়েছেন। তাঁরা অটোরিকশাচালক ও মালিককে খুঁজছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ কেন্দ্রে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থী থাকলে নিচের শর্তে ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৩ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫দরকারি শর্ত জেনে নিন
১. অংশগ্রহণকারী পরীক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তরের ‘প্রতিবন্ধী সনদ’ থাকতে হবে।
২. পরীক্ষা শুরুর আগে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) যাচাই করে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
৩. অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাবেন।
আরও পড়ুনহাজী দানেশের ভর্তি বিজ্ঞপ্তি, ১৭৯৫ আসনের আবেদন শুরু ১৬ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫৪. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে সিলগালা করে ‘মো. নজরুল ইসলাম তালুকদার, উপপরীক্ষা নিয়ন্ত্রক, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর–১৭০৪’ এই ঠিকানায় পাঠাতে হবে।
৫. প্যাকেটের ওপর ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লাল কালিতে লিখতে হবে।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট : www.na.ac.bd
আরও পড়ুনসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তির তথ্য, আবেদন শুরু ২১ নভেম্বর১ ঘণ্টা আগে