জয়ের আগে ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ
Published: 2nd, October 2025 GMT
রশিদ খানের গুগলিতে বিভ্রান্ত বাংলাদেশ—শিরোনাম হতে পারত এটাই।
শেষ পর্যন্ত তা যে হলো না, সেটি পারভেজ হোসেন–তানজিদ হাসানের ওপেনিং জুটির সৌজন্যে তো বটেই, এরপরও ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ দলকে উদ্ধার করা নুরুল হাসানেরও। শেষ দিকে নুরুলের ১৩ বলে অপরাজিত ২৩ রান শারজায় গতকাল আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ৮ বল বাকি থাকতে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দিয়েছে বাংলাদেশকে।
পারভেজ–তানজিদের ওপেনিং জুটির সময় মনে হচ্ছিল আফগানদের ১৫১ রান তাড়া করে ম্যাচটা বাংলাদেশ বুঝি ১০ উইকেটেই জিততে যাচ্ছে। কিন্তু হুট করেই আসে বিপর্যয়। বিনা উইকেটে ১০৯ রান থেকে মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা বলতে গেলে শূন্যের ঘরে নেমে আসে। শেষ পর্যন্ত জয় দিয়ে সিরিজ শুরু হলেও ব্যাটিং নিয়ে অতৃপ্তিটা তাই থেকেই যাচ্ছে।
আরও পড়ুনবল হাতে দুর্দান্ত মারুফা, ব্যাট হাতে রুবাইয়া—পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের৩ ঘণ্টা আগেসেটা শুধু ব্যাটসম্যানরা রান করতে পারেননি বলেই নয়, বেশির ভাগ ব্যাটসম্যান আউট হয়েছেন প্রায় একইভাবে—ভুল ছিল রিভিউ নেওয়ার বিবেচনায়ও। এর আগে ১০৯ রানের জুটির পথে ফিফটি করেছেন দুই ওপেনারই। চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৩৭ বলে ৫৪ রান করে ফরিদ আহমেদের বলে পারভেজের এলবিডব্লুতে ভাঙে সে জুটি। এরপরই শুরু হয় ভয়ংকর ধস, যেটিতে আফগানদের বলতে গেলে একাই নেতৃত্ব দিয়েছেন ৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট নেওয়া লেগ স্পিনার রশিদ খান।
তানজিদের সঙ্গে পারভেজের উদ্বোধনী জুটি ছিল ১০৯ রানের.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি