চাঁদপুরে হাসি আনন্দে নেচে-গেয়ে বিজয়া দশমীর রাতে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় দিল হরিজনরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে শহরের চৌধুরীঘাটের ডাকাতিয়া নদীতে তারা প্রতিমা বিসর্জন দেয়।

আরো পড়ুন:

বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

দিনাজপুরে মেতেছে বিজয়া দশমীর সিঁদুর খেলা

বাসস্ট্যান্ড স্বর্ণখোলা হরিজন কলোনীর শ্রী শ্রী সন্তোষী মাতার মন্দিরের দূর্গাপূজা কমিটির সভাপতি রাজু হরিজন ও সূর্য মন্দির যুব ক্লাবের সভাপতি বিপ্লব দাস বলেন, শারদীয় দূর্গোৎসবে আমাদের প্রতি মুহূর্তে উৎসবের শুরু থেকে শেষদিন পর্যন্ত স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নানাভাবে সহায়তা করেছে। এমনকি প্রতিমা বিসর্জন দেওয়ার সময়ও তারা সবাই উপস্থিত ছিলেন। এজন্য আমরা প্রশাসনের পাশাপশি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন মৃধা মাঝী, সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়াল, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ জাকির, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

ঢাকা/অমরেশ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ