বগুড়ার কাহালুতে যুবদলের নেতা রাহুল সরকার (৩০) হত্যা মামলার আসামি জামিল হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন খাতুনের আদালতে তিনি জবানবন্দি দেন।

জবানবন্দিতে আসামি জামিল হোসেন উল্লেখ করেন, তিনি একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। যুবদলের নেতা রাহুল সরকার সেই পুকুর দখল করে মাছ ধরতে গেলে তিনি নিষেধ করেন। তখন বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে তাঁর সঙ্গে থাকা কয়েকজন ক্ষুব্ধ হয়ে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেন।

বগুড়া আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

গত মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে একটি পুকুরে মাছ শিকারের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন যুবদল নেতা রাহুল সরকার। তিনি কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা। তবে তিনি বগুড়া শহরের কৈগাড়ী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ঘটনার দিন রাতে দূরপাল্লার কোচে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ কাশিয়াডাঙ্গা এলাকা থেকে জামিল হোসেনকে গ্রেপ্তার করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। জামিল হোসেনের বাড়ি কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামে। তিনি যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ১৩ জনকে আসামি করে গতকাল বুধবার কাহালু থানায় মামলা করা হয়। মামলায় জামিল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। পাশাপাশি আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাহালু থানার উপপরিদর্শক মাসুদ রানা। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু এক দিনের মাথায় আজ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জামিল হোসেনের বরাত দিয়ে বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, কাহালু উপজেলার মাগুরা গ্রামে ওয়াক্ফ স্টেটের একটি পুকুরে এত দিন মাছ চাষ করতেন যুবলীগের কর্মী জামিল হোসেন। গত বছরের ৫ আগস্টের পর পুকুরটি দখলে নিয়ে মাছ চাষ শুরু করেন যুবদলের নেতা রাহুল সরকার। এ নিয়ে রাহুল সরকারের সঙ্গে জামিলের বিরোধ তৈরি হয়। গত মঙ্গলবার ওই পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন রাহুল সরকার। তখন লোকজন নিয়ে জামিল হোসেন সেখানে গিয়ে তাঁকে মাছ ধরতে নিষেধ করেন। দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে রাহুল সরকার ছুরিকাহত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র হ ল সরক র উপজ ল র য বদল র

এছাড়াও পড়ুন:

সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

ফিল্ম আইকন টম ক্রুজকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গভর্নর্স অ্যাওয়ার্ডের মঞ্চে এই পুরস্কার টম ক্রুজের হাতে তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। 

তাছাড়া একই সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, মিউজিক আইকন ডলি পার্টন এবং প্রোডাকশ ডিজাইনার উইন থমাস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার এ খবর প্রকাশ করেছে। 

আরো পড়ুন:

কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি

চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি

টম ক্রজ বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্নবিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। তাই চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে, এটি তারই অংশ।” 

অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং প্রেস বিজ্ঞপ্তি বলেন, “অ্যাকাডেমির বোর্ড অব গভর্নর্স এই মেধাবি শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার এবং অভিনেত্রী; যার কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে; বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।” 

চলচ্চিত্র শিল্প ও এমন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়, যার মানবিক প্রচেষ্টা মানবকল্যাণে উন্নতী এবং বৈষম্য দূরীকরণে অবদান রেখে শিল্পের মর্যাদা বৃদ্ধি করেছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ