৩৪ বছর ধরে তার দুই হাতের নখ বড় করেছেন ভিয়েতনামের এক চিত্রশিল্পী। তার নাম লিউ কং হুয়েন । সম্প্রতি লিউয়ের সব নখের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৫৯৪ দশমিক ৪৫ সেন্টিমিটার। এতে তিনি বিশ্বে জীবিত কোনো পুরুষের মধ্যে দীর্ঘতম হাতের নখের রেকর্ড গড়েছেন। লিউয়ের হাতের নখের দৈর্ঘ্য প্রাপ্তবয়স্ক জিরাফের গড় উচ্চতার চেয়ে বেশি।

চীনের ডিন প্রদেশের গিয়াও থুই জেলার বাসিন্দা লিউ। তিনি চলতি বছরের শুরুতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেগ গ্লেনডে হুয়েনের বাড়িতে গিয়ে নখ পরিমাপ করেন। গিনেজের তথ্য- লিউয়ের বাম হাতের নখের দৈর্ঘ্য ৩৮৮ দশমিক ৮৫ সেন্টিমিটার,  তার ডান হাতের ২০৫ দশমিক ৬ সেন্টিমিটার। সবচেয়ে বড় নখটি বাম হাতের বুড়ো আঙুলে—যার দৈর্ঘ্য ১২৭ দশমিক ৫ সেন্টিমিটার (৪ ফুট ২ ইঞ্চি)।

আরো পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো?

যে দেশে ভাড়ায় স্ত্রী পাওয়া যায়

লিউ হুয়েন স্থানীয় বাড়িঘরের দেয়ালে চিত্রকর্ম করে আয় করেন। তার বয়স৬৭ বছর। তিনি ৩৪ বছর আগে বাবার মতো শামান হতে চেয়েছিলেন। শামান এমন ব্যক্তি, যিনি আত্মা বা প্রাকৃতিক শক্তি ব্যবহার করে রোগ নিরাময় ও আধ্যাত্মিক অনুষ্ঠান পরিচালনা করেন। পরে বাবার পরামর্শে শামান হওয়ার ইচ্ছা ত্যাগ করেন। 

লিউ তার  নখের যত্ন নেন। ভিজলে নখ নরম হয়ে ভেঙে যেতে পারে, তাই শুষ্ক রাখতে হয়। জামা পরা, শোয়া বা অন্যান্য দৈনন্দিন কাজেও সতর্ক থাকেন তিনি। তার স্ত্রী থি থুয়ান নখের যত্নে প্রতিনিয়ত সাহায্য করেন। হুয়েন বলেন, ‘‘আমার স্ত্রী না থাকলে এই নখ ঠিক রাখতে পারতাম না। তিনি সব সময় পাশে আছেন।’’

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ ত র নখ র দশম ক

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ