পদ্মে মাতা সোনাকান্ত, জল থেকে দিগন্ত
Published: 3rd, October 2025 GMT
লাল-সাদা গোলাপি আভার পদ্মে মাতোয়ারা হয়ে আছে স্বচ্ছ জলরাশি। চোখ ধাঁধানো এ গোলাপি আভা মিশেছে দিগন্তে। মৃদুমন্দ বাতার আর কোমল ঢেউয়ে দুলছে চারপাশ, যেন প্রকৃতির বিরামহীম নৃত্যের মোহনীয় ছন্দ।
বলছিলাম পদ্ম ফুলের রাজ্য সিরাজগঞ্জের সোনাকান্ত বিলের কথা। বিলের দৃষ্টিনন্দন পদ্মের চোখ জুড়ানো দৃশ্য কাছে টানছে প্রকৃতিপ্রেমীদের। এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে বিলে আসছেন দর্শনার্থীরা।
সোনাকান্ত বিলটি উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে। চোখ জুড়ানো পদ্ম ফুলের এই অপরূপ সৌন্দর্যের গল্প ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে।
বর্ষায় সোনাকান্ত বিল প্রায় ৪০ বিঘা জমিতে বিস্তৃত হয়। এই জলাভূমি এখন শুধুই জলের রাজ্য নয়, ফুটে আছে রাশি রাশি গোলাপি আভা ছড়ানো পদ্মের এক বিশাল সাম্রাজ্য। চোখ জুড়ানো পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করে আনন্দিত এলাকাবাসী। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিল ভরে ওঠে নতুন করে ফোটা ছোট বড় অসংখ্য পদ্ম ফুলে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সুবাদে এই বিলের সুনাম ছড়িয়ে পড়েছে আশপাশের জেলাগুলোতেও। এই রূপ দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এলাকাবাসী জানান, প্রতিদিন সোনাকান্ত বিলে পদ্ম ফুলের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। পদ্ম বিলের অপরূপ এই সৌন্দর্য দেখে মুগ্ধ এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা। অনেকেই মোবাইল ফোনে ছবি তুলে প্রকৃতির এই অপার সৌন্দর্যকে ফ্রেমবন্দি করছেন।
সোনাকান্ত বিলে ঘুরতে আসা শিক্ষার্থী শাহিন মাহমুদ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোনাকান্ত বিলের পদ্ম ফুল দেখে শহর থেকে ভাই ও ভাবিকে নিয়ে এসেছি এই অপরূপ দৃশ্য দেখতে। পুরো বিলজুড়ে পদ্ম ফুল দেখে মনটা ভরে গেল। বিলের মাঝে নৌকার ব্যবস্থা থাকলে এই সৌন্দর্য আরো কাছ থেকে উপভোগ করা যেত। নৌকা না থাকায় বিলের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভালোই লেগেছে।”
এই সৌন্দর্যের আড়ালে রয়েছে কিছু শৈশবের জীবিকার গল্প। সুমি, আল্পনা ও রহিমার মতো শিশুরা প্রতিদিন সোনাকান্ত বিলে পদ্ম গাছের কাঁটার আঘাত সহ্য করে ফুল তুলে বাজারে বিক্রি করে ২৫০-৩০০ টাকা আয় করছে।
ফুল বিক্রি করা শিশুরা জানায়, প্রতিদিন তারা এই বিল থেকে ফুল তোলে। বিলের মালিকেরা তাদের কিছু বলেন না। এই ফুল বিলে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে ও বাজারে বিক্রি করে তারা।
সোনাকান্ত বিলের ১ বিঘা জমির মালিক আলতাব শেখ বলেন, “বর্ষা পানিতে এই বিলে পদ্ম ফুল ফুটে। অনেক মানুষ এই ফুল দেখতে আসে এবং মোবাইলে ছবি তুলে নিয়ে যায়। প্রতিদিন নতুন নতুন মানুষ বিলে আসায় এলাকার মানুষের মাধ্যে ভালোই লাগে। তবে, বিলে অনেক সময় পানি থাকে। তাই এলাকার কয়েকজন আমার জমি ক্রয় করতে চেয়েছিলেন। তারা এখানে পুকুর তৈরি করে মাছ চাষ করবে। আমি তাদের বলেছি, যতদিন আমি বেচে আছি এই জমি বিক্রি করবো না।”
সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, “পদ্ম ফুলের নানা ঔষধি গুণ রয়েছে। একসময় আমাদের দেশে বিলে বিলে অনেক পদ্ম ফুল দেখা যেত। কিন্তু বর্তমানে বিল জলাশয় ভরাটের কারণে এই ফুল এখন বিলুপ্তির পথে। পদ্ম ফুলের বিস্তার ঘটাতে এই ফুলের গুরুত্ব বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো.
এ বছর সোনাকান্ত বিল ছাড়াও জেলার তাড়াশ, বেলকুচি ও রায়গঞ্জ উপজেলার কয়েকটি বিলেও পদ্ম ফুটেছে বলে জানান তিনি।
ঢাকা/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পদ ম ফ ল র স ন দর য প রক ত র এই ফ ল অপর প
এছাড়াও পড়ুন:
স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩
স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে এক মাস। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আবেদন শুরু হবে।
পদের নাম ও বিবরণ১. সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৪৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. উপসহকারী প্রকৌশলীপদসংখ্যা: ৪৯
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়সসীমা১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়মhttp://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ফিআবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।
আবেদনকারী প্রার্থীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে