আবারও টি–টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া
Published: 2nd, October 2025 GMT
১৬তম দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নামিবিয়া। আজ আফ্রিকার আঞ্চলিক বাছাইয়ে সেমিফাইনালে তানজানিয়াকে হারিয়ে ফাইনালে উঠে টানা চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে দলটি।
বাছাইপর্ব পেরিয়ে আফ্রিকা থেকে আরেকটি দল সুযোগ পাবে বিশ্বকাপে। সেটি হতে পারে জিম্বাবুয়ে অথবা কেনিয়া। দুদলের সেমিফাইনাল চলছে।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত বাছাইয়ের প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নামিবিয়া ৬ উইকেটে ১৭৪ রান করে। এরপর রান তাড়া করতে নামা তানজানিয়াকে ৮ উইকেটে ১১১ রানে আটকে দিয়ে ৬৩ রানের বড় জয় পায় নামিবিয়া।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। আয়োজক, সর্বশেষ আসরের পারফরম্যান্স এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল ১২টি দল। বাকি ৮টি জায়গার জন্য চারটি অঞ্চলে বাছাইয়ের আয়োজন করা হয়।
জুনে আমেরিকা থেকে কানাডা এবং জুলাইয়ে ইউরোপ থেকে নেদারল্যান্ডস ও ইতালি বিশ্বকাপে জায়গা করে নেয়। গত ২৬ সেপ্টেম্বর জিম্বাবুয়েতে ৮টি দল নিয়ে শুরু হয় আফ্রিকা অঞ্চলের বাছাই। দুই ফাইনালিস্টের জন্য বরাদ্দ বিশ্বকাপের টিকিট।
সেমিফাইনালে তানজানিয়াকে পাত্তা দেয়নি নামিবিয়া.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ম ফ ইন ল ব শ বক প
এছাড়াও পড়ুন:
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২,
লেভেল-৫/টার্ম-২।
কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫: ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস: ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬ থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫