সন্ধ্যার ট্রেন আজ সকাল সকাল ছেড়ে দিয়েছে
Published: 2nd, October 2025 GMT
লংমার্চ
আলখাল্লা পরা লংমার্চ দূরে মহাসড়ক ধরে
শাঁ শাঁ করে ছুটে যায়,
বউঝিরা লংমার্চ দেখতে আসে,
লংমার্চ কোথায় চলে যায়!
গন্তব্যে পৌঁছানোর আগেই
নেতার প্রমোশনের খবর পড়ি কাগজে,
আবার কত কথা, রাতে সাজানো টক শোতে।
আউশ খেতে কাস্তে মারতে মারতে সলেমান আলীর মনে
কিছু কথা জমে।
তার ইচ্ছে ছিল একদিন লংমার্চে যাবে,
মাটির উর্বর ভাষা শোনাবে অগ্রগামী মিছিলকে।
কবির কোনো দোষ নেই,
লিখতে লিখতে একটা পাণ্ডুলিপি দাঁড়িয়ে যায়,
এরপর কবির ভাবনায় অনেক কিছু আসে,
আবার প্রায় কিছুই আসে না,
পাণ্ডুলিপি দাঁড়িয়ে গেছে, এটাই ‘কতা’!
কবিতার খাতার সীমানার ওপারে মানুষ বাস করে,
সেখানে কত ধরনের দ্বন্দ্ব, সামাজিক শ্রেণিবিন্যাস!
কবিতার খাতায় সৃষ্টিশীল অক্ষরদের আঁকিবুঁকি,
আর সীমানার ওপারে মানুষের সংগ্রাম,
এর মধ্যেই পথের ধারে কিছু বুনো ফুল ফুটে থাকে।
বাগানে বসে আছি,
গতকাল দুটো ফুল পাপড়িগুচ্ছ মেলে ধরেছিল,
দুটো পাখি ছিল, জোড় বেঁধে উড়ে গেল,
সূর্য যাচ্ছে কোনো দূরদেশে
নিয়মিতই সে এসে আবার চলে যায়,
সন্ধ্যার ট্রেন আজ সকাল সকাল ছেড়ে দিয়েছে,
কাঠের পাটাতন থেকে জীবনের আওয়াজ আসছে।
ঘুরে ঘুরে কারাগারে আলো ফেলে শরতের চাঁদ,
আজ যত বন্দী,
একদিন তারাও চাঁদ দেখেছিল
নারকেলগাছের পাতার ফাঁক দিয়ে,
দুপুরে চার ঘণ্টা নিরপরাধ ঘুম,
তারপর কত বিকেল-সন্ধ্যা গড়িয়ে যায়,
বাইরে জায়গার বড্ড অভাব,
একবার শৃঙ্খলিত হলেই যেন শান্তি,
রেশনিংয়েরও ব্যবস্থা নেই,
কোজাগরী চাঁদ এসে চলে যাক,
হেমন্তে যদি আসে, আসবে।
ঢাকা শহরে কত কিছুই যে ঘটে চলেছে,
কর্মতৎপর প্রেস উইং, মুখর আদালতপাড়া,
ডাকসু নির্বাচন, ভিপি প্রার্থীর ‘ভিউ’
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, না হলে সর্বনাশ!
পরস্পর কলহের পর উপহার বিনিময়,
এর মধ্যে গরিবের লড়াই,
সবজির দাম কিন্তু এখন কম নয়,
এইসব কত কিছু যে ঢাকা শহরে ঘটে চলেছে,
শালবনের গাছেদের এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই,
বাতাসের সাথে এদের পাতাদের চুমাচুমি চলছেই।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দলের দুই পক্ষের বিরোধ মেটাতে যাচ্ছিলেন সালিস বৈঠকে, পথে দুর্ঘটনায় মৃত্যু বিএনপি নেতার
দলের দুটি পক্ষের মধ্যে হাতিহাতি ও সংঘর্ষের ঘটনায় বিরোধ মীমাংসায় ডাকা হয়েছিল সালিস বৈঠক। সে বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ফেনীর পরশুরামের বিএনপি নেতা পারভেজ মজুমদার (৫৮)। পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক সহযোগী।
পারভেজ মজুমদার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে নিজকালিকাপুর গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিস বৈঠকে উদ্যোগ নেওয়া হয়। সালিসে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও তাঁর সহযোগী মোহাম্মদ হারুন মোটরসাইকেলে নিজকালিকাপুর থেকে পরশুরাম যাচ্ছিলেন। তাঁদের বহন করা মোটরসাইকেলটি সুবার বাজার-পরশুরাম সড়কের কাউতলী রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পারভেজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথে তাঁর মৃত্যু হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা পারভেজ মজুমদারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা।