একজন নয়, জীবনে একাধিক সোলমেটও থাকতে পারেন। তাঁরা ঠিক সময়ে এসে আমাদের এগিয়ে যেতে সাহায্য করেন। সুইস মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং বলেছিলেন, ‘সোলমেট আসলে আমাদের অবচেতন মনের আয়না। তাঁরা আমাদের লুকানো অনুভূতি ও শক্তিকে প্রকাশ করেন।’

১. প্রথম দেখাতেই মনে হয় পরিচিত

কিছু মানুষকে প্রথম দেখলেই মনে হয়, আগে কোথাও দেখেছি। চোখের চাহনিতে হঠাৎ অদ্ভুত এক পরিচিত ঝলক দেখা যায়। অথচ বাস্তবে কখনোই দেখা হয়নি। পরে বোঝা যায়, তিনি আপনার জীবনে এমন এক অভিজ্ঞতা এনে দিয়েছেন, যা হয়তো আপনাকে বদলে দেওয়ার জন্যই দরকার ছিল। অনেক সময় এ ধরনের সম্পর্ক পুরোনো কষ্ট বা ট্রমা নিরাময়ের সুযোগ করে দেয়।

২.

ভেতরের লুকানো দিক বের করে আনে

কার্ল ইয়ুংয়ের মতে, আদর্শ জীবনসঙ্গী অনেক সময় আমাদের ভেতরের সেই অংশ সামনে নিয়ে আসেন, যা আমরা আড়াল করে রাখি। আমরা যাঁকে ভালোবাসি বা অপছন্দ করি—আসলে সেটাই আমাদের ভেতরে কোনো না কোনোভাবে থাকে। তাই তাঁদের সঙ্গে দেখা হলে মনে হয়, যেন ‘বাড়ি ফিরে’ এলাম। তখনই আমরা নিজেদের সেই চাপা পড়ে থাকা দিকটার মুখোমুখি হই।

আরও পড়ুনআপনি আরাম করলে কি সঙ্গী বিরক্ত হন০৪ ফেব্রুয়ারি ২০২৫৩. প্রতিভা উন্মোচিত হয়বয়সের সঙ্গে সঙ্গে ভালোবাসা বাড়ুক দাম্পত্যে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

যে সাতটি লক্ষণে বুঝবেন আপনি আদর্শ জীবনসঙ্গীর দেখা পেয়েছেন

একজন নয়, জীবনে একাধিক সোলমেটও থাকতে পারেন। তাঁরা ঠিক সময়ে এসে আমাদের এগিয়ে যেতে সাহায্য করেন। সুইস মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং বলেছিলেন, ‘সোলমেট আসলে আমাদের অবচেতন মনের আয়না। তাঁরা আমাদের লুকানো অনুভূতি ও শক্তিকে প্রকাশ করেন।’

১. প্রথম দেখাতেই মনে হয় পরিচিত

কিছু মানুষকে প্রথম দেখলেই মনে হয়, আগে কোথাও দেখেছি। চোখের চাহনিতে হঠাৎ অদ্ভুত এক পরিচিত ঝলক দেখা যায়। অথচ বাস্তবে কখনোই দেখা হয়নি। পরে বোঝা যায়, তিনি আপনার জীবনে এমন এক অভিজ্ঞতা এনে দিয়েছেন, যা হয়তো আপনাকে বদলে দেওয়ার জন্যই দরকার ছিল। অনেক সময় এ ধরনের সম্পর্ক পুরোনো কষ্ট বা ট্রমা নিরাময়ের সুযোগ করে দেয়।

২. ভেতরের লুকানো দিক বের করে আনে

কার্ল ইয়ুংয়ের মতে, আদর্শ জীবনসঙ্গী অনেক সময় আমাদের ভেতরের সেই অংশ সামনে নিয়ে আসেন, যা আমরা আড়াল করে রাখি। আমরা যাঁকে ভালোবাসি বা অপছন্দ করি—আসলে সেটাই আমাদের ভেতরে কোনো না কোনোভাবে থাকে। তাই তাঁদের সঙ্গে দেখা হলে মনে হয়, যেন ‘বাড়ি ফিরে’ এলাম। তখনই আমরা নিজেদের সেই চাপা পড়ে থাকা দিকটার মুখোমুখি হই।

আরও পড়ুনআপনি আরাম করলে কি সঙ্গী বিরক্ত হন০৪ ফেব্রুয়ারি ২০২৫৩. প্রতিভা উন্মোচিত হয়বয়সের সঙ্গে সঙ্গে ভালোবাসা বাড়ুক দাম্পত্যে

সম্পর্কিত নিবন্ধ