প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার
Published: 3rd, October 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাপাইর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়।
আরো পড়ুন:
নাটোরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, পাশে পড়ে ছিল মোটরসাইকেল
মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
আরো পড়ুন: কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, নিখোঁজ ২
মারা যাওয়া শিশুর নাম অঙ্কিতা মনি দাস (৪)। সে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে উপজেলার হিজলতলী এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯)।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ১৩৮টি মণ্ডপে এবছর দুর্গাপুজা অনুষ্ঠিত হয়। এলাকার প্রায় সব প্রতিমা তুরাগ নদে বিসর্জন দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলী এলাকার একটি নৌকা ডুবে যায়। এসময় নৌকায় থাকা বেশিরভাগ লোক সাঁতরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে। রাত ৮ টা পযন্ত তাদের না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
শুক্রবার সকাল থেকে তারা ফের অভিযান শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে চাপাইর ব্রিজের পাশে ডুবে যাওয়া নৌকার নীচ থেকে শিশু অঙ্কিতার লাশ পাওয়া যায়। এখনো নিখোঁজ রয়েছে তন্ময়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের জোন কমান্ডার মো.
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ নদ উদ ধ র এল ক র উপজ ল
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরে দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চাপাইর সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া শিশুটির নাম অঙ্কিতা মনি দাস (৪)। সে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে। এ ছাড়া একই উপজেলার হিজলতলী এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯) নিখোঁজ আছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার প্রায় সব প্রতিমা তুরাগ নদে বিসর্জন দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় চাপাইর সেতুর পাশে একটি নৌকা ডুবে যায়। এ সময়ে বেশির ভাগ লোকজন সাঁতরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামের দুটি শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। রাত আটটা পর্যন্ত তাদের না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
ডুবুরি দলের জোন কমান্ডার মো. আলাউদ্দিন জানান, পরে আজ শুক্রবার সকাল থেকে আবার অভিযান শুরু হয়। সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে ডুবে যাওয়া নৌকার নিচে অঙ্কিতার লাশ পাওয়া যায়। তন্ময়ের সন্ধান চলছে।