ইইউ ইলেকশন এক্সপ্লোরেটরি মিশনের সাথে ইসলামী আন্দোলনের বৈঠক
Published: 2nd, October 2025 GMT
ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপ্লোরেটরি মিশনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল বাংলাদেশের নাগরিক ভাবনা, বিগত নির্বাচনগুলোর তিক্ত অভিজ্ঞতা, দলের নির্বাচনী প্রস্তুতি, পিআর পদ্ধতিতে নির্বাচনের যৌক্তিকতাসহ চলমান রাজনৈতিক আন্দোলন বিষয়ে অবহিত করেন। বিশেষ করে রাষ্ট্র পরিচালনায় জনমতের সত্যিকারের প্রতিফলনের জন্য পিআরের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় বৈঠকে।
এ সময় ইউরোপিয়ান ইউনিয়নের এক্সপ্লোরেটরি মিশনের টিম লিডার ম্যাটি বাক্কেন, লিগ্যাল অ্যাডভাইজর ম্যানুয়েল ওয়ালি উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলনের পক্ষে দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খাইরুল আহসান মারজান, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো.
এই মিশনটি আগামী জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশন পাঠানোর সম্ভাব্যতা যাচাই ও রাজনৈতিক দল গুলোর অবস্থান, প্রত্যাশা নিয়ে আলোচনা করার লক্ষ নিয়ে বাংলাদেশে এসেছে।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।