ইথিওপিয়ায় গির্জার কাঠামো ভেঙে নিহত ৩৬
Published: 2nd, October 2025 GMT
মধ্য ইথিওপিয়ার একটি ধর্মীয় উৎসবে আংশিকভাবে নির্মিত একটি গির্জার ভেতরে কাঠের কাঠামো ভেঙে পড়ে কমপক্ষে ৩৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। পুলিশ এবং জীবিত একজন জীবিত ব্যক্তির বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্র-অনুমোদিত ফানা ব্রডকাস্টিংকে জানিয়েছেন, আমহারা অঞ্চলের উত্তর শেওয়া জোনের মিনজার শেনকোরা ওরেদার আরের্তি সেন্ট মেরির গির্জা পরিদর্শনকারী উপাসকদের ভারে বুধবার অস্থায়ী কাঠের কাঠামোটি ভেঙে পড়ে।
গেবেয়েহু জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
বেঁচে যাওয়া তাদেসে তেসফায়ে বলেন, “ক্ষতি হয়েছিল কাঠামোটি ভেঙে পড়ার কারণে। এটি কেবল নিচের লোকদের পিষে ফেলে। যারা সীমানায় ছিলেন তারা বাইরে দৌড়ে বেরিয়ে আসেন, কিন্তু যারা মাঝখানে ছিলেন তারা মারা যান।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।