গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো- উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে অঙ্কিতা ও একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময়। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলী এলাকার একটি নৌকা ডুবে যায়। এ সময় বেশির ভাগ লোকজন সাঁতরে তীরে উঠলেও আড়াই বছরের শিশু অঙ্কিতা ও নয় বছরের তন্ময় নিখোঁজ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে, এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে তাদের সন্ধান মেলেনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, ‘‘খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে, এখনো তাদের পাওয়া যায়নি।’’

ঢাকা/রেজাউল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, নিখোঁজ ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো- উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে অঙ্কিতা ও একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময়। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলী এলাকার একটি নৌকা ডুবে যায়। এ সময় বেশির ভাগ লোকজন সাঁতরে তীরে উঠলেও আড়াই বছরের শিশু অঙ্কিতা ও নয় বছরের তন্ময় নিখোঁজ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে, এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে তাদের সন্ধান মেলেনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, ‘‘খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে, এখনো তাদের পাওয়া যায়নি।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ