না’গঞ্জে মণ্ডপে মণ্ডপে ঐতিহ্যবাহি সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা
Published: 2nd, October 2025 GMT
শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের আগে নারায়ণগঞ্জে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা মণ্ডপে মিলিত হন শত শত নারী। নববধূর সাজে সেজে সিঁদুর খেলায় মেতে ওঠেন তারা।
ধর্মীয় আবেগ আর উৎসবমুখর পরিবেশে বিবাহিতা নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। একই সঙ্গে দেবী দুর্গাকে বিসর্জনের বিষাদের সুর বেজে ওঠে পূজা মণ্ডপগুলোতে।
সনাতন ধর্মের শাস্ত্র মতে, বিবাহিতা নারীরা সিঁদুর রাঙানোর মধ্য দিয়ে তাদের স্বামী দীর্ঘ জীবন লাভ করবেন এবং দাম্পত্য জীবন সুখের হবে।
সেই ধর্মীয় বিশ্বাস, চেতনা আর অনুভূতিতে আবেগতাড়িত হয়ে বিবাহিতা নারীরা নেচে গেয়ে একে অপরকে সিঁদুরের রঙে রাঙিয়ে তোলেন। তবে তাদের আনন্দের আড়ালে ছিল দেবী দুর্গাকে বিসর্জনের চাপা কান্না।
এবার নারায়ণগঞ্জ জেলার ২২৪ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজার শেষ দিন বিজয়া দশমি উপলক্ষে বিবাহিতা নারীরা নিয়ে নিজ নিজ স্বামীর মঙ্গল কামনায় আবেগ আর উচ্ছ্বাসে একে অপরের প্রতি সিঁদুর খেলায় মেতে ওঠেন।
আগামি বছর আবারও দেবী দুর্গার আগমন হবে সেই অপেক্ষায় একটি বছর পার করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
নারায়ণগঞ্জ জেলা শহরে সন্ধ্যার পর থেকে শুরু হবে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা বিসর্জনের যাত্রা। শীতলক্ষ্যা নদীর ৩ নম্বর ঘাটকে আগে থেকেই সাজিয়ে প্রস্তুত করা হয়েছে প্রতিমা বিসর্জনের জন্য।
রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সন্ধ্যার পর থেকে একেএকে বিভিন্ন মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
মাসুদুজ্জামানের র্যালিতে রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের অংশগ্রহণ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ ও সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
শুক্রবার (১৪নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময়ে সদর থানা যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে র্যালিকে করে তোলে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা আব্দুল হালিম, রিপন, রেজাউল করিম রেজা, জাহিদ খন্দকার, শেখ মাগফুর ইসলাম পাপন, আরিফুল ইসলাম নয়ন, মানিক বেপারী, নাসার হক ইমন, সাদ্দাম হোসেন রনি, হোসাইন, তানভীর, মনির, নিরব, জামাল, সজীব, মিঠুন, আবু সালে তুহিন, লিটন, মিন্টু, জনি, হৃদয়, রিপন, রবিউল, আলামিন, জুয়েল, সুমন, সজিব, মোতালেব, ইফতি, সাজ্জাদ, সোহান, অপু, মন্টু, রাখাল, শৈবাল, আরাফাত, সিহাব, মানিক, খোরশেদ, আলীরটেক ইউনিয়ন যুবদলের আহবায়ক শরীফ সরদার, সদস্য সচিব ইব্রাহিম সুলতান, হৃদয়, সাদ্দাম, শহিদুল, মনির, গোগনগর ইউনিয়ন যুবদল নেতা রাসেল আহমেদ মন্টু, আহমেদ আলী, দেওয়ান শ্যামল, বিল্লাল হোসেন, কামরুল ইসলাম, মেহেদী প্রমুখ।