গাইবান্ধায় নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিকদল নেতা
Published: 2nd, October 2025 GMT
গাইবান্ধায় ১০ থেকে ১৫ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন আব্দুল বারী মন্ডল নামের শ্রমিক দলের এক নেতা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি।
এ সময় জামায়াতের পক্ষ থেকে নব যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো আসাদ আলী।
বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল হাসান প্রমুখ।
আব্দুল বারী মন্ডল মনোহরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও মনোহরপুর ইউপি সদস্য।
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানি বলেন, ‘‘জেলায় আমাদের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আহ্বায়ক কমিটি গঠন করা আছে। আব্দুল বারী মন্ডল মনোহরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের যুগ্ম সম্পাদক পদে আছেন। তার ওয়ার্ডে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি রয়েছে। ১০-১৫ জন নেতাকর্মী নিয়ে তিনি দল পরিবর্তন করেছেন। চাইলে যে কেউই দল পরিবর্তন করতে পারে।’’
আব্দুল বারী মন্ডল বলেন, ‘‘আমি দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের রাজনীতিতে যুক্ত ছিলাম। তবে, জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্ম ভালো লেগেছে। এ কারণে দল পরিবর্তন করেছি।’’
জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার আমীর আবু বক্কর বলেন, ‘‘আবদুল বারী মন্ডল ও তার অনুসারীরা বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল থেকে জামায়াতে যোগদান করেছেন। এটা আমাদের জন্য স্বস্তির। আল্লাহ ও তার রসূলকে ভালোবেসে এবং সেই আদর্শ মেনে চলার ইচ্ছে থেকে তারা আমাদের দলে যোগ দিয়েছেন।’’
পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো.
ঢাকা/মাসুম/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র ন কর ছ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।