গাইবান্ধায় ১০ থেকে ১৫ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন আব্দুল বারী মন্ডল নামের শ্রমিক দলের এক নেতা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি।

এ সময় জামায়াতের পক্ষ থেকে নব যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো আসাদ আলী।

বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল হাসান প্রমুখ।

আব্দুল বারী মন্ডল মনোহরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও মনোহরপুর ইউপি সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানি বলেন, ‘‘জেলায় আমাদের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আহ্বায়ক কমিটি গঠন করা আছে। আব্দুল বারী মন্ডল মনোহরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের যুগ্ম সম্পাদক পদে আছেন। তার ওয়ার্ডে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি রয়েছে। ১০-১৫ জন নেতাকর্মী নিয়ে তিনি দল পরিবর্তন করেছেন। চাইলে যে কেউই দল পরিবর্তন কর‍তে পারে।’’

আব্দুল বারী মন্ডল বলেন, ‘‘আমি দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের রাজনীতিতে যুক্ত ছিলাম। তবে, জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্ম ভালো লেগেছে। এ কারণে দল পরিবর্তন করেছি।’’

জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার আমীর আবু বক্কর বলেন, ‘‘আবদুল বারী মন্ডল ও তার অনুসারীরা বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল থেকে জামায়াতে যোগদান করেছেন। এটা আমাদের জন্য স্বস্তির। আল্লাহ ও তার রসূলকে ভালোবেসে এবং সেই আদর্শ মেনে চলার ইচ্ছে থেকে তারা আমাদের দলে যোগ দিয়েছেন।’’

পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো.

হযরত আলী বলেন, ‘‘আব্দুল বারী মন্ডলের দল পরিবর্তন করেছেন। এটা তার ব্যক্তিগত বিষয়। তবে, তিনি এখনো লিখিতভাবে আমাদের কিছু জানাননি।’’

ঢাকা/মাসুম/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র ন কর ছ

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।

প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।

এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ