তরুণদের জন্য তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছিল পরিবেশবাদী সংস্থা দ্য আর্থ। সারা দেশ থেকে নির্বাচিত তরুণেরা কর্মসূচিতে অংশ নিয়েছেন, যাঁদের প্রত্যেকেই কোনো না কোনো পরিবেশ রক্ষার কার্যক্রমের সঙ্গে জড়িত।
এই কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীরা এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। কীভাবে পরিবেশ সম্পর্কে মানুষকে আরও সচেতন করা যায়, কীভাবে দেশের আনাচকানাচের পরিবেশবাদী উদ্যোগগুলোর খবর সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, এ প্রসঙ্গে এক প্রাণবন্ত আলোচনায় অংশ নিয়েছেন তাঁরা।

ব্রিটিশ হাইকমিশন ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত এই প্রশিক্ষণে বেশ কয়েকটি পরিবেশবাদী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট তরুণেরা উপস্থিত ছিলেন। যেমন রংমহল ফর ইয়ুথ, ইকো রেভল্যুশন, মিশন গ্রীন বাংলাদেশ ইত্যাদি।
খুলনার বাগেরহাট থেকে আসা কয়েকজন তরুণের প্রশ্ন ছিল—দেশের যেসব অঞ্চলের পানি লবণাক্ত, সেখানকার মানুষ কীভাবে ফসল উৎপাদন করতে পারে, তা নিয়ে প্রথম আলো কোনো প্রতিবেদন করছে কি না। প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য নেওয়া ছোট ছোট উদ্যোগের কথা কীভাবে দেশব্যাপী পৌঁছে দেওয়া যায়, তা জানার আগ্রহও ছিল কারও কারও। সরকার ও করপোরেট প্রতিষ্ঠানগুলো যেন জবাবদিহির মধ্যে থাকে, সে জন্য পরিবেশ নিয়ে আরও বেশি বেশি প্রতিবেদন তৈরির পরামর্শ দিয়েছেন আলোচনায় অংশ নেওয়া তরুণেরা।

বেশ কয়েকটি পরিবেশবাদী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট তরুণেরা এ আয়োজনে উপস্থিত ছিলেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব শ

এছাড়াও পড়ুন:

আ.লীগের মিছিল থামানোর দায়িত্বে থাকা সেই ৩ পুলিশকে প্রত্যাহার

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তাকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। 

ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম, এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।

ডিএমপি কমিশনারের নির্দেশে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম মোহাম্মদপুর এলাকা পরিদর্শনে যান। তিনি দেখতে পান, আওয়ামী লীগের মিছিল বন্ধের দায়িত্বে থাকা সত্ত্বেও এই তিন কর্মকর্তা নিজেদের দায়িত্ব পালনের পরিবর্তে খাওয়া ও বিশ্রামে ছিলেন। তাৎক্ষণিক এ অবহেলার কারণে তিনি তাদের ক্লোজড করার আদেশ দেন।

ঢাকা/এমআর/এস

সম্পর্কিত নিবন্ধ