তরুণদের জন্য তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছিল পরিবেশবাদী সংস্থা দ্য আর্থ। সারা দেশ থেকে নির্বাচিত তরুণেরা কর্মসূচিতে অংশ নিয়েছেন, যাঁদের প্রত্যেকেই কোনো না কোনো পরিবেশ রক্ষার কার্যক্রমের সঙ্গে জড়িত।
এই কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীরা এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। কীভাবে পরিবেশ সম্পর্কে মানুষকে আরও সচেতন করা যায়, কীভাবে দেশের আনাচকানাচের পরিবেশবাদী উদ্যোগগুলোর খবর সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, এ প্রসঙ্গে এক প্রাণবন্ত আলোচনায় অংশ নিয়েছেন তাঁরা।

ব্রিটিশ হাইকমিশন ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত এই প্রশিক্ষণে বেশ কয়েকটি পরিবেশবাদী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট তরুণেরা উপস্থিত ছিলেন। যেমন রংমহল ফর ইয়ুথ, ইকো রেভল্যুশন, মিশন গ্রীন বাংলাদেশ ইত্যাদি।
খুলনার বাগেরহাট থেকে আসা কয়েকজন তরুণের প্রশ্ন ছিল—দেশের যেসব অঞ্চলের পানি লবণাক্ত, সেখানকার মানুষ কীভাবে ফসল উৎপাদন করতে পারে, তা নিয়ে প্রথম আলো কোনো প্রতিবেদন করছে কি না। প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য নেওয়া ছোট ছোট উদ্যোগের কথা কীভাবে দেশব্যাপী পৌঁছে দেওয়া যায়, তা জানার আগ্রহও ছিল কারও কারও। সরকার ও করপোরেট প্রতিষ্ঠানগুলো যেন জবাবদিহির মধ্যে থাকে, সে জন্য পরিবেশ নিয়ে আরও বেশি বেশি প্রতিবেদন তৈরির পরামর্শ দিয়েছেন আলোচনায় অংশ নেওয়া তরুণেরা।

বেশ কয়েকটি পরিবেশবাদী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট তরুণেরা এ আয়োজনে উপস্থিত ছিলেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব শ

এছাড়াও পড়ুন:

অসুস্থ বিএনপি নেতা সালাউদ্দিনের পাশে বিএনপি

অসুস্থ ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ইউসুফের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধামগড় ইউনিয়নের ইস্পাহানীস্থ নিজ বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সুস্থতার  জন্য দোয়া করেন।  

এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ- সভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আপন, বন্দর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ