যুক্তরাষ্ট্রের সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড, জিপিএ ৩.৩ হলে আবেদন
Published: 6th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রে সিমন্স ইউনিভার্সিটির ‘সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড’–এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে আবেদনের প্রক্রিয়া চলছে। এটি একটি মর্যাদাপূর্ণ স্কলারশিপ বা সম্মাননা। এটি সাধারণত অত্যন্ত মেধাবী, একাডেমিকভাবে উৎকৃষ্ট ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ আন্তর্জাতিক ও দেশীয় শিক্ষার্থীদের দেওয়া হয়, যাঁরা স্নাতক পর্যায়ে ভর্তি হতে ইচ্ছুক। শক্তিশালী নেতৃত্বের গুণাবলি ও সামাজিক–সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণকারীও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত সিমন্স ইউনিভার্সিটি। সিমন্স ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ১৮৯৯ সালে পোশাক প্রস্তুতকারক জন সিমন্সের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়টি তার কাঠামো পুনর্গঠন করে। বিশ্ববিদ্যালয়টি স্নাতক প্রোগ্রামে প্রায় ১ হাজার ৭৩৬ শিক্ষার্থী ভর্তি নেয়।
প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.৩–এর বেশি হতে হবে। ৩০০ থেকে ৫০০ শব্দে একটি রচনা লিখতে হবে।আরও পড়ুনজাপানের মেক্সট বৃত্তি, মাসে ১ লাখ ১৭ হাজার ইয়েন, একাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সুযোগ০৫ মে ২০২৫সুযোগ–সুবিধা
*নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে।
*আবাসনের ব্যবস্থা।
*আছে গবেষণার সহায়তা।
*একাডেমিক অন্যান্য কাজের জন্য অতিরিক্ত তিন হাজার ডলার।
আবেদনের যোগ্যতা*প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.৩–এর বেশি হতে হবে।
*স্যাট পরীক্ষার প্রতিটি বিভাগে কমপক্ষে স্কোর ৬০০ থাকতে হবে অথবা টোয়েফল বা আইইএলটিএস পরীক্ষার ইংরেজি ভাষা দক্ষতা দেখাতে হবে।
*৩০০ থেকে ৫০০ শব্দে একটি রচনা লিখতে হবে।
আরও পড়ুনথাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য০৪ মে ২০২৫আবেদনের পদ্ধতিসব ডকুমেন্ট ‘সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড অ্যাপ্লিকেশন’ উল্লেখ করে পিডিএফ বা ওয়ার্ড ফরম্যাটে পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৫।
আরও পড়ুনইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়াইপিপি প্রোগ্রাম, আরবি অথবা ফরাসি ভাষায় দক্ষতায় বাড়তি সুযোগ০৩ মে ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিধির জালে আটকে আছে সহকারী শিক্ষক নিয়োগ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে দেশে এখন প্রায় ২৬ লাখের বেশি মানুষ বেকার। এর মধ্যে প্রায় ৯ লাখ তরুণ-তরুণী স্নাতক ডিগ্রিধারী; অর্থাৎ ডিগ্রি আছে, অথচ কাজ নেই। এ অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, এমন আশায় হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণী দিন গুনছিলেন। কিন্তু বিধিসংক্রান্ত জটিলতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আটকে গেছে। ফলে চাকরিপ্রত্যাশীদের দীর্ঘশ্বাস বাড়ছে।
নতুন বিধি, নতুন জটপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে। এর তিন দিন পর ৩১ আগস্ট আট সদস্যের একটি ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’ও গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আর কমিটির সদস্যসচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালককে (পলিসি ও অপারেশন)। এর বাইরে কমিটিতে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রাজস্ব), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিদ্যালয়), জনপ্রশাসন মন্ত্রণালয় (উপসচিবের নিম্নে নয়) ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়—সংশোধিত বিধিমালায় ত্রুটি ধরা পড়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ বিজ্ঞপ্তি প্রকাশ ঝুলে রয়েছে। বিধিমালা সংশোধনের ফাইল মন্ত্রণালয়ে টেবিলে ঘুরছে। আর চাকরিপ্রার্থীদের হতাশা বাড়ছে।
আরও পড়ুনজাপানে মাস্টার্স ও পিএইচডির সুযোগ, ১-৪ বছর পর্যন্ত আর্থিক সুবিধা১৭ সেপ্টেম্বর ২০২৫১৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে কবে?প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রায় ১৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসংকট আছে, তা সবাই জানে। কিন্তু সংকট মেটানোর বদলে বিজ্ঞপ্তিই যদি আটকে যায়, তবে সেই শূন্য পদের দায় কে নেবে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, ‘বিধির জালে আটকা পড়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ।’
মহাপরিচালকের আশ্বাসনিয়োগ বিজ্ঞপ্তি প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, ‘আমরা চাই দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে। কিন্তু নতুন বিধিমালায় বেশ কিছু ত্রুটি চিহ্নিত হয়েছে। সেগুলো সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত বিধি হাতে পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
আরও পড়ুন৪৭তম বিসিএস প্রিলি: পরীক্ষার হলে কোন ভুলে পিছিয়ে পড়েন চাকরিপ্রার্থীরা ১৭ সেপ্টেম্বর ২০২৫সংশোধিত বিধিমালায় যা রয়েছেনতুন বিধিমালায় নারীদের জন্য পূর্বনির্ধারিত বিশেষ কোটা বাতিল করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নিয়োগযোগ্য ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক হবে। বাকি ৭ শতাংশ পদ কোটাভিত্তিক। এর মধ্যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ, আর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ সংরক্ষিত। তবে কোটা থেকে যোগ্য প্রার্থী না মিললে পদগুলো মেধার ভিত্তিতেই পূরণ হবে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশে স্নাতক ডিগ্রিধারী বেকার ছিল প্রায় চার লাখ। এখন তা প্রায় ৯ লাখ; অর্থাৎ আট বছরে দ্বিগুণ। এ অবস্থায় নতুন করে বিজ্ঞপ্তি আটকে যাওয়ায় অনেক চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। খোরশেদ আলম নামের এক চাকরিপ্রত্যাশী প্রথম আলোকে বলেন, ‘আমার সরকারি চাকরির বয়স তিন মাস পর শেষ হবে। বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ না হলে আমার সরকারি চাকরির আশা শেষ হয়ে যাবে।’
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট আছে, শিক্ষিত বেকারের সংখ্যাও বাড়ছে। চাকরিপ্রার্থীরা প্রত্যাশা করছেন, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে আর স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির মাধ্যমে দ্রুত নিয়োগপ্রক্রিয়া শেষ করবে।
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ, গ্রেড-১৩-তে বেতন১৬ সেপ্টেম্বর ২০২৫