Prothomalo:
2025-09-21@15:06:52 GMT

শাহরুখকে প্রশ্ন, ‘হু আর ইউ?’

Published: 7th, May 2025 GMT

শাহরুখ খান হোটেল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতীয় ভক্তদের নিয়ন্ত্রণ করতে নিতে হয়েছিল বাড়তি নিরাপত্তাব্যবস্থা। মেট গালার নীল কার্পেট থেকে শাহরুখ যখন নামছিলেন, আশপাশে তখন ভক্তদের চিৎকার। এদিকে পশ্চিমা এক সাংবাদিক তাঁকে চিনতে না পেরে অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, ‘হু আর ইউ?’

এ প্রশ্ন শোনার অভ্যাস না থাকলেও শাহরুখ বিনয়ের সঙ্গে উত্তর দিয়েছেন, ‘আমি শাহরুখ।’ তারপর পরিচয় করিয়ে দিয়েছেন তাঁর পোশাকের বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সঙ্গে। আর বলেছেন তাসমানিয়ার উলে তৈরি তাঁর ফ্লোরটাচ কালো একরঙা পোশাকের নকশার অনুপ্রেরণা সম্পর্কে। কোটের নিচে কালো সিল্কের শার্ট ও উলের প্যান্ট পরেছিলেন শাহরুখ। গলায় ছিল বেশ কয়েকটি নেকলেস। এর মধ্যে একটিতে ছিল নিজের নামের আদ্যক্ষর ‘এসআরকে’। আর সবচেয়ে বড় লকেটটিতে ছিল ইংরেজি ‘কে’ বর্ণটি। ‘কে’ মানে কিং; বলিউডের কিং বা বাদশাহ।

আরও পড়ুনসিনেমার মতো জীবনেও দিন শেষে সব ঠিক হয়ে যায়: শাহরুখ১৪ জানুয়ারি ২০২৪

‘হু আর ইউ?’

‘আই অ্যাম শাহরুখ।’

কয়েক সেকেন্ডের এই ভিডিও এখন ভাইরাল। এতে অবশ্য অনেকে সেই সাংবাদিকের ওপর বেজায় চটেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পৃথিবীতে এমন বিনোদন সাংবাদিকও আছেন, যিনি শাহরুখকে চেনেন না!’ আরেকজন লিখেছেন, ‘ভেবেছি, কেবল ভারতীয় সাংবাদিকেরাই এ ধরনের (আপনি কে) প্রশ্ন করেন!’ কয়েকজন আবার সাংবাদিকের পক্ষ নিয়ে লিখেছেন, ‘সবাই যে সবাইকে চিনবে, এমন কোনো কথা নেই। না চিনতেই পারে। না চিনলে কি তিনি জিজ্ঞেস করবেন না?’ আরেকজন লিখেছেন, ‘মেট গালায় কমবেশি সবাইকেই নিজের পরিচয় দিতে হয়। এটাই নিয়ম’।

সূত্র: এনডিটিভি ও পিংকভিলা

আরও পড়ুনআইকনিক পোজে মেট গালায় শাহরুখের অভিষেক০৬ মে ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জি-সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ও কানাডা প্রথম এই স্বীকৃতি দিল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রথম এই ঘোষণা দেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এই ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেন। ইসরায়েল এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

সম্পর্কিত নিবন্ধ