শাহরুখ খান হোটেল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতীয় ভক্তদের নিয়ন্ত্রণ করতে নিতে হয়েছিল বাড়তি নিরাপত্তাব্যবস্থা। মেট গালার নীল কার্পেট থেকে শাহরুখ যখন নামছিলেন, আশপাশে তখন ভক্তদের চিৎকার। এদিকে পশ্চিমা এক সাংবাদিক তাঁকে চিনতে না পেরে অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, ‘হু আর ইউ?’
এ প্রশ্ন শোনার অভ্যাস না থাকলেও শাহরুখ বিনয়ের সঙ্গে উত্তর দিয়েছেন, ‘আমি শাহরুখ।’ তারপর পরিচয় করিয়ে দিয়েছেন তাঁর পোশাকের বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সঙ্গে। আর বলেছেন তাসমানিয়ার উলে তৈরি তাঁর ফ্লোরটাচ কালো একরঙা পোশাকের নকশার অনুপ্রেরণা সম্পর্কে। কোটের নিচে কালো সিল্কের শার্ট ও উলের প্যান্ট পরেছিলেন শাহরুখ। গলায় ছিল বেশ কয়েকটি নেকলেস। এর মধ্যে একটিতে ছিল নিজের নামের আদ্যক্ষর ‘এসআরকে’। আর সবচেয়ে বড় লকেটটিতে ছিল ইংরেজি ‘কে’ বর্ণটি। ‘কে’ মানে কিং; বলিউডের কিং বা বাদশাহ।
আরও পড়ুনসিনেমার মতো জীবনেও দিন শেষে সব ঠিক হয়ে যায়: শাহরুখ১৪ জানুয়ারি ২০২৪‘হু আর ইউ?’
‘আই অ্যাম শাহরুখ।’
কয়েক সেকেন্ডের এই ভিডিও এখন ভাইরাল। এতে অবশ্য অনেকে সেই সাংবাদিকের ওপর বেজায় চটেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পৃথিবীতে এমন বিনোদন সাংবাদিকও আছেন, যিনি শাহরুখকে চেনেন না!’ আরেকজন লিখেছেন, ‘ভেবেছি, কেবল ভারতীয় সাংবাদিকেরাই এ ধরনের (আপনি কে) প্রশ্ন করেন!’ কয়েকজন আবার সাংবাদিকের পক্ষ নিয়ে লিখেছেন, ‘সবাই যে সবাইকে চিনবে, এমন কোনো কথা নেই। না চিনতেই পারে। না চিনলে কি তিনি জিজ্ঞেস করবেন না?’ আরেকজন লিখেছেন, ‘মেট গালায় কমবেশি সবাইকেই নিজের পরিচয় দিতে হয়। এটাই নিয়ম’।
সূত্র: এনডিটিভি ও পিংকভিলা
আরও পড়ুনআইকনিক পোজে মেট গালায় শাহরুখের অভিষেক০৬ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বার্সেলোনায় গোলকিপার–সংকট: অধিনায়ক টের স্টেগেন এখন ক্লাবের ‘শত্রু’
মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।
লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।
ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন টের স্টেগেন