সম্পর্ক আর প্রতিশোধের গল্প ‘ফ্যাঁকড়া’
Published: 8th, May 2025 GMT
শুটিং করতে গিয়ে যা যা হয়েছে তাতে মনে হয় সিরিজের নাম ‘ফ্যাঁকড়া’ খুবই যথাযথ। সাত পর্বের ওয়েব সিরিজটির শুটিং হয় গত বছরের আগস্টে। দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন অস্থির। কারফিউ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি, সরকারের পতন—এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঢাকা–মানিকগঞ্জ আর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ দিন শুটিং করতে গিয়ে যা হয়েছে, চাইলে সেটা নিয়েই একটা তথ্যচিত্র বানিয়ে ফেলা যায়।
‘একবার তো গ্রামের মানুষজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছিল। আমাদের সঙ্গে সাত-আটটা গাড়ি, অভিনয়শিল্পী, কলাকুশলী মিলিয়ে বিশাল বহর; গ্রামবাসী ভয় পেয়ে গিয়েছিল। তখন যা অবস্থা ছিল তাতে তাদের দোষ দেওয়া যায় না।’ গত সোমবার মুঠোফোনে বলছিলেন সিরিজের নির্মাতা আসিফ চৌধুরী।
‘ফ্যাঁকড়া’র দৃশ্য। নির্মাতার সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বার্সেলোনায় গোলকিপার–সংকট: অধিনায়ক টের স্টেগেন এখন ক্লাবের ‘শত্রু’
মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।
লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।
ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন টের স্টেগেন