ভারতশাসিত জম্মু-কাশ্মীরের জম্মুতে পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। হামলা-পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করতে জম্মু গিয়েছেন তিনি। 

এ নিয়ে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ওমর আবদুল্লাহ বলেন, ‘বৃহস্পতিবার রাতে জম্মু শহর ও তার আশপাশের এলাকা লক্ষ্য করে পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনার জন্য জম্মু যাচ্ছি। আমি এখন গাড়িতে আছি।’

জম্মু শহরের স্থানীয় এক বাসিন্দা এএনআইকে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। এর পরপরই পুরো শহরে বিদ্যুৎ চলে যায়। তারপর রাতভর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ৮০০ কিট দিলেন মামুন মাহমুদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরীক্ষার জন্য সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ৮০০ কিট উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। 

সোমবার দুপুরে জেলার সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমান এর নিকট তিনি এই কিটগুলো হস্তান্তর করেছেন।

এ সময় মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা উপলব্দি করে আমি নিজে ভিক্টোরিয়া হাসপাতালে কিট দিতে এসেছি। এর আগে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালেও এক হাজার কিট দিয়েছি।

এছাড়াও তিনি বলেন, আমি বিভিন্ন উপজেলায় ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প করেছি। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে আমি ব্যাক্তিগতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। এরমধ্যে নয়টি জায়গায় আমি ডেঙ্গু টেস্ট করারও ব্যবস্থা রেখেছিলাম।

আমি সবাইকে অনুরোধ করবো বিশেষ করে বিত্তবান ও সমার্থবান রয়েছে এই মহামারি মোকাবেলায় সবাই যেনো এগিয়ে আসেন। আশা করি সকলে ঐক্যবদ্ধ হয়ে এই মহামারি মোকাবেলা করতে পারবো। 

সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমান এই ডেঙ্গু কিট গ্রহন করে মামুন মাহমুদকে ধন্যবাদ জানিয়ে বলেন ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ হিমশিম খাচ্ছে। এই মুুহর্তে এই সহযোগীতা আমাদের অনেক কাজে আসবে। 

তিনি আরও বলেন, ভবিষ্যতেও তিনি (মামুন মাহমুদ) স্বাস্থ্য বিভাগের যে কোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে আশ্বস্থ করেছেন। 
 

সম্পর্কিত নিবন্ধ