রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ
Published: 17th, May 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১২ মে রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৩ মে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন আদালতে নির্বাক ছিলেন মমতাজ। শুনানি শেষে গারদে নেওয়ার সময় তাঁকে ধাওয়া দেন বিএনপিপন্থী আইনজীবীরা।
মমতাজ বেগমের বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন মমতাজ। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর তাঁকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম ওয়ানডে
সরাসরি, বিকেল ৩টা;
টি স্পোর্টস ও নাগরিক টিভি।
ইংল্যান্ড-ভারত
দ্বিতীয় টেস্ট, প্রথম দিন;
সরাসরি, বিকেল ৪টা;
টেন ৫।
ফুটবল
ফিফা ক্লাব বিশ্বকাপ
শেষ ষোলো
বরুশিয়া ডর্টমুন্ড-মন্টেরেই
সরাসরি, সকাল ৭টা;
ডিএজেডএন।
টেনিস
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ
দ্বিতীয় রাউন্ড
সরাসরি, বিকেল ৪টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।
ঢাকা/আমিনুল