সিলিন্ডারে করে ঢাকায় গ্যাস সরবরাহ বন্ধসহ কয়েকটি দাবিতে ইন্ট্রাকোর রিফুয়েলিং কোম্পানির ভোলা ডিপোতে তালা দিয়েছেন বিক্ষোভকারীরা। গতকাল শনিবার দুপুরে শহরতলির বেপারীর দোকান এলাকায় অবস্থিত ওই ডিপোতে তালা দেওয়া হয়। 
সেখানে আসার আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বাংলা স্কুল মাঠে সমাবেশ করে ‘আমরা ভোলাবাসী’। বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে ইন্ট্রাকোর ডিপোতে আসেন তারা। সেখানে আরও কয়েকটি দাবি তোলেন আন্দোলনকারীরা। এগুলো হলো– ঘরে ঘরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু, 
গ্যাসভিত্তিক শিল্পকারখানা, ইপিজেড গড়ে তোলা, নদীভাঙন থেকে ভোলাকে রক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন।
‘আমরা ভোলাবাসী’র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের ভাষ্য, এসব দাবি আদায়ে দলমত নির্বিশেষে আন্দোলন করছেন। এসব ন্যায্য দাবি আদায়ের জন্য সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের ইন্ট্রাকো কোম্পানির ভোলা স্টেশনে তালা দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ভোলা থেকে ঢাকায় গ্যাস নেওয়া বন্ধের ঘোষণা দেন তিনি। 
বাংলা স্কুল মাঠের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়কের দায়িত্বে থাকা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বিজেপি জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সিপিবি সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, ‘আমরা ভোলাবাসী’র নেতা মোবাশ্বিরুল হক নাইম, ওবায়েদ বিন মোস্তফাসহ নানা সংগঠনের নেতারা। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ক ব এনপ র

এছাড়াও পড়ুন:

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত উজ্জ্বল মিয়া (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার দৌলতকান্দী রেলস্টেশন–সংলগ্ন আউটার রেললাইন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত উজ্জ্বল মিয়া রায়পুরার পিরিজকান্দীর সাধুনগর এলাকার মো. মাস্তো মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৯টার দিকে ওই যুবক রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি একাধিকবার হুইসেল দিলেও ওই যুবক শুনতে পাচ্ছিলেন না। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়।

স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে উজ্জ্বলের ছোট ভাই রাকিব মিয়া ঘটনাস্থলে গিয়ে গায়ের কাপড় দেখে লাশ শনাক্ত করেন। দুপুর ১২টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম ঘটনাস্থলে ছড়িয়ে–ছিটিয়ে থাকা লাশ উদ্ধার করেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির এসআই মো. জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছেন। তাঁর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ