বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন আবারও জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। এবারের ড্রাফটে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স দলে নিয়েছে তাকে। যা রিশাদের জন্য বড় এক মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ হয়ে এলো।

অবশ্য গত মৌসুমেও হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে নিয়েছিল। কিন্তু তখন বিপিএল চলায় ও কিছু লজিস্টিক জটিলতায় শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। তবে এবার সেই জটিলতা না হওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া এবার রিশাদ নিজেও প্রস্তুত অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজের ঘূর্ণি জাদু দেখাতে।

২১ বছর বয়সী রিশাদ ইতোমধ্যেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। বিশেষ করে তার লেগ-ব্রেক ও গুগলি স্পিন বৈচিত্র্য দিয়ে। আন্তর্জাতিক মঞ্চে সুযোগ সীমিত হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার সম্ভাবনা নিয়ে আশাবাদী অনেকেই।

আরো পড়ুন:

রিশাদকে বিগ ব্যাশ-পিএসএল খেলার সুযোগ দিতে বললেন মালান

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ৯ ক্রিকেটার

শুধু রিশাদই নন, বাংলাদেশের আরও ১০ জন ক্রিকেটার বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন— মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।

তবে শেষ পর্যন্ত কাদেরকে দলে ভেড়াবে বিগ ব্যাশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তা নির্ভর করছে ক্রিকেটারদের ফর্ম, পারফরম্যান্স এবং বিদেশি খেলোয়াড়দের কোটার ওপর।

প্রতিবার বাংলাদেশি ক্রিকেটাররা নাম দিলেও এখন পর্যন্ত শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন। তিনি দু’টি মৌসুমে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে প্রতিনিধিত্ব করেন। তাই সাকিবের পর এবার রিশাদ হতে পারেন দ্বিতীয় বাংলাদেশি, যিনি বিগ ব্যাশের মূল মঞ্চে খেলার অভিজ্ঞতা পাবেন। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

লিভারপুলের আর্জেন্টাইন হেডে ‘ভাঙল’ রিয়ালের কোর্তোয়া-দেয়াল

লিভারপুল ১-০ রিয়াল মাদ্রিদ

কিছু খেলোয়াড়ের জন্মই হয় বড় মঞ্চের জন্য। থিবো কোর্তোয়া কোন কাতারে পড়েন তা অনেকেরই জানা। বিশেষ করে লিভারপুল সমর্থকদের। তিন বছর আগের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এত দ্রুত ভোলার কথা নয়।

সেই লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আজ ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত কোর্তোয়ার নামের পাশে সেভ লেখা ৬টি! তবু শেষ রক্ষা হয়নি। ৬১ মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের হেড বেলজিয়ান এই গোলকিপার আর ফেরাতে পারেননি। আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলই শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিভারপুলকে এনে দেয় ১-০ গোলের জয়।

গোলের আগ পর্যন্ত ম্যাচটি ছিল আসলে কোর্তোয়া বনাম লিভারপুল। প্রথমার্ধেই চারটি দারুণ সেভ করেন। দুই অর্ধ মিলিয়ে লিভারপুল মিডফিল্ডার দমিনিক সোবোসলাইয়ের একাধিক শট ফেরান কোর্তোয়া। ম্যাচের শেষ দিকেও নিশ্চিত গোল বাঁচিয়েছেন।

৮৬ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ সালাহর শট বক্সে পেয়ে যান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। খুব কাছ থেকে তাঁর শট প্রথমে ঠেকান কোর্তোয়া। ফিরতি বলে সালাহর শট ফেরান রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাও।

প্রথমার্ধেও রিয়ালের এমন একটি নিশ্চিত গোল হজম থেকে বাঁচিয়েছেন কোর্তোয়া। ২৭ মিনিটে লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎসের ক্রস রিয়ালের গোলপোস্টের সামনে পান সোবোসলাই। তাঁর শট অবিশ্বাস্য দক্ষতায় ডান পা দিয়ে ঠেকান কোর্তোয়া। প্রথমার্ধের শেষ দিকে লিভারপুলের গোলকিপার গিওর্গিও মামারদাশভিলির একবার পরীক্ষা নিতে পারে রিয়াল। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জুড বেলিংহামের শট পা দিয়ে ঠেকান।

রিয়াল গোল হজম করেছে বেলিংহামের ভুলেই। ৬১ মিনিটে গ্রাভেনবার্চকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইংল্যান্ড মিডফিল্ডার। ডান প্রান্তে ফ্রি কিক পায় লিভারপুল। সেখান থেকে সোবোসলাইয়ের মাপা শটে হেডে গোল করেন ম্যাক-অ্যালিস্টার।

বিস্তারিত আসছে…।

সম্পর্কিত নিবন্ধ