অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে আবারও ডাক পেয়েছেন রিশাদ হোসেন। আজ ড্রাফটের ১৩ নম্বরে ডাকে বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস।

বিগ ব্যাশ লিগের সর্বশেষ মৌসুমেও রিশাদকে কিনেছিল হোবার্ট । তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় বিসিবি তাঁকে অনাপত্তিপত্র দেয়নি। তিনি না খেললেও চ্যাম্পিয়ন হয়েছে হোবার্ট, যা ছিল দলটির ইতিহাসে প্রথম শিরোপা। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন।

বিস্তারিত আসছে.

..

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আ.লীগের মিছিল থামানোর দায়িত্বে থাকা সেই ৩ পুলিশকে প্রত্যাহার

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তাকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। 

ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম, এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।

ডিএমপি কমিশনারের নির্দেশে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম মোহাম্মদপুর এলাকা পরিদর্শনে যান। তিনি দেখতে পান, আওয়ামী লীগের মিছিল বন্ধের দায়িত্বে থাকা সত্ত্বেও এই তিন কর্মকর্তা নিজেদের দায়িত্ব পালনের পরিবর্তে খাওয়া ও বিশ্রামে ছিলেন। তাৎক্ষণিক এ অবহেলার কারণে তিনি তাদের ক্লোজড করার আদেশ দেন।

ঢাকা/এমআর/এস

সম্পর্কিত নিবন্ধ