ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনাকে সংবিধানের চরম লঙ্ঘন বলেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

বার্নি স্যান্ডার্স বলেন, ‘আমি একমত। আমি আপনাদের একটা কথা বলতে চাই, এই মাত্র যে খবরটা শুনলাম, যেটা আপনারাও শুনলেন, সেটা শুধু উদ্বেগজনকই নয়; বরং চরমভাবে সংবিধানবিরোধী।’

স্যান্ডার্স আরও বলেন, ‘আপনারা সবাই জানেন, এ দেশকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের আছে। প্রেসিডেন্টের সেই অধিকার নেই।’

গতকাল শনিবার দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বোমারু বিমান।

বার্নি স্যান্ডার্সসহ কয়েক নেতা ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্তের নিন্দা জানালেও এখন পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারা এ বিষয়ে কোনো বিবৃতি দেননি।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক ককাসের নেতা হাকিম জেফরিজ এবং সিনেটের নেতা সিনেটর চাক শুমার—দুজনই এখনো কোনো বিবৃতি দেননি।

দুজনই ইসরায়েলের সরব সমর্থক এবং ইরানের বিষয়ে কঠোর ও আগ্রাসী অবস্থান নিয়েছেন।

গত শুক্রবার এক বিবৃতিতে জেফরিজ বলেছিলেন, ইরানকে কখনোই পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ দেওয়া যাবে না এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে সেদিন তিনি এটাও বলেছেন, কেবল মার্কিন কংগ্রেসেরই যুদ্ধ ঘোষণার অধিকার আছে।

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে ৬৫ শতাংশই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার বিরোধিতা করছে, আর মাত্র ১৫ শতাংশ এতে সমর্থন দিয়েছে।

আরও পড়ুনইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ নয়, কিছু ছাড় দিতে পারে ইরান১০ ঘণ্টা আগে

ডেমোক্র্যাটরা মুখ বন্ধ রাখলেও নিজেদের প্রেসিডেন্টের পক্ষে কথা বলতে শুরু করেছেন রিপাবলিকান পার্টির নেতারা। মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠের নেতা জন থুন বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার সিদ্ধান্তে তিনি ট্রাম্পের পাশে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে থুন লেখেন, ইরানের শাসকেরা, যাঁরা যুক্তরাষ্ট্রের মৃত্যু কামনা ও ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার প্রতিজ্ঞা করেছেন, তাঁরা শান্তি প্রতিষ্ঠার সব ধরনের কূটনৈতিক পথ বাতিল করেছেন।

হাউস স্পিকার ও রিপাবলিকান নেতা মাইক জনসন বলেছেন, ট্রাম্পের ইরানের ওপর অপ্রত্যাশিত হামলা তাঁর ‘আমেরিকা প্রথম’ বৈদেশিক নীতির প্রতি প্রতিশ্রুতি প্রকাশ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি আরও লেখেন, ‘ইরানে সামরিক অভিযান আমাদের শত্রু ও মিত্র উভয়ের কাছেই স্পষ্ট বার্তা হওয়া উচিত যে প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেন তা করেন।’

দক্ষিণ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি (ট্রাম্প) সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের শাসনব্যবস্থার এটাই প্রাপ্য।

আরও পড়ুনইরান কঠিন সময় পার করতে সক্ষম হবে ৯ ঘণ্টা আগে

রিপাবলিকান সিনেটর রজার উইকার প্রেসিডেন্টের প্রশংসা করে বলেন, ইরানের কারণে অস্তিত্বের ওপর যে হুমকির সৃষ্টি হয়েছে, তা নির্মূলে প্রেসিডেন্ট ট্রাম্প একটি সচেতন ও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

তবে কয়েকজন রিপাবলিকান নেতা ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনাও করেছেন।

কেনটাকির রিপাবলিকান সিনেটর থমাস ম্যাসি বলেছেন, ‘এটি সংবিধানসম্মত নয়।’

ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক প্রতিনিধিদের একজন সারা জ্যাকবস বলেন, ‘এ হামলা একধরনের উত্তেজনা বৃদ্ধি, যা যুক্তরাষ্ট্রকে আরেকটি অন্তহীন ও প্রাণঘাতী যুদ্ধে প্রবেশ করাতে পারে।’

ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য রাশিদা তালিব বলেন, ‘আইনপ্রণেতাদের অনুমোদন ছাড়াই ট্রাম্পের ইরানের ওপর হামলার নির্দেশ দেওয়া মার্কিন সংবিধানের চরম লঙ্ঘন।’

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান যেতে পারে দিয়েগো গার্সিয়ায়১১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র র র প বল ক ন ইসর য় ল কর ছ ন বল ছ ন

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনিদের ওপর নজরদারির জন্য মাইক্রোসফটকে ব্যবহার করেছে ইসরায়েল

২০২১ সালের শেষের দিকে এক বিকেলে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা ইসরায়েলের সামরিক নজরদারি সংস্থা ইউনিট ৮২০০-এর কমান্ডারের সাথে দেখা করেন। গুপ্তচর প্রধানের এজেন্ডা ছিল মার্কিন কোম্পানিটির ক্লাউডে বিপুল পরিমাণে গোপন গোয়েন্দা তথ্য স্থানান্তর।

স্পাইমাস্টার ইয়োসি সারিয়েল সিয়াটলের কাছে মাইক্রোসফটের সদর দপ্তরে নাদেলার সমর্থন অর্জন করেন এমন একটি পরিকল্পনার জন্য যা ইউনিট ৮২০০-কে মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মের মধ্যে একটি কাস্টমাইজড এবং বিচ্ছিন্ন এলাকায় প্রবেশের সুযোগ দেবে।

অ্যাজুরের প্রায় সীমাহীন স্টোরেজ ক্ষমতা দিয়ে সজ্জিত ইউনিট ৮২০০ একটি শক্তিশালী নতুন গণ নজরদারি সরঞ্জাম তৈরি শুরু করে। এটি একটি সুস্পষ্ট এবং অনুপ্রবেশকারী সিস্টেম যা গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের করা প্রতিদিন লাখ লাখ মোবাইল ফোন কলের রেকর্ডিং সংগ্রহ ও সংরক্ষণ করে।

ইসরায়েলি-ফিলিস্তিনি প্রকাশনা +972 ম্যাগাজিন এবং হিব্রু ভাষার আউটলেট লোকাল কলের সাথে গার্ডিয়ানের তদন্তে প্রথমবারের মতো এ তথ্য প্রকাশ পেয়েছে। তদন্তে দেখা গেছে, ক্লাউডভিত্তিক সিস্টেম ইউনিট ৮২০০ কে দীর্ঘ সময়ের জন্য প্রতিদিন প্রচুর কল সংরক্ষণ করতে সক্ষম করে।

মাইক্রোসফ্ট দাবি করেছে, নাদেলা ইউনিট ৮২০০ আজুরে কী ধরণের ডেটা সংরক্ষণ করার পরিকল্পনা করেছিল তা সম্পর্কে অবগত ছিলেন না। কিন্তু ফাঁস হওয়া মাইক্রোসফট নথি এবং কোম্পানি ও ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার ১১টি সূত্রের সাক্ষাৎকার থেকে জানা গেছে , কীভাবে ইউনিট ৮২০০ প্রতিদিনের ফিলিস্তিনি যোগাযোগের এই বিশাল সংরক্ষণাগার রক্ষার জন্য আজুর ব্যবহার করেছে।

ইউনিট ৮২০০ এর তিনটি সূত্র অনুসারে,  এই নির্বিচার নতুন ব্যবস্থার মাধ্যমে গোয়েন্দা কর্মকর্তারা ফিলিস্তিনিদের করা মোবাইল ফোন কলের বিষয়বস্তু রেকর্ড করেছেন। ক্লাউডভিত্তিক স্টোরেজ প্ল্যাটফর্মটি গাজায় মারাত্মক বিমান হামলার প্রস্তুতিতে এবং গাজা ও পশ্চিম তীরে সামরিক অভিযান পরিচালনায় সহায়তা করেছে।

প্রকল্প সম্পর্কে জানেন এমন গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইউনিট ৮২০০-এর নেতৃত্ব মাইক্রোসফটের দিকে তখন ঝুঁকে পড়েছিল যখন তারা দেখতে পান যে, তাদের সেনাবাহিনীর সার্ভারে পর্যাপ্ত স্টোরেজ স্পেস বা কম্পিউটিং ক্ষমতা নেই যা পুরো জনসংখ্যার ফোন কলের ভার বহন করতে পারে। ইউনিটের বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তারা প্রতি ঘন্টায় দশ লাখ ফোন কল রেকর্ড করতে চেয়েছিলেন।

ইউনিট ৮২০০-এর নির্দেশাবলীর মাধ্যমে কোম্পানির ইঞ্জিনিয়ারদের মাধ্যমে উন্নত সুরক্ষা স্তরসহ মাইক্রোসফটের সার্ভারে বসানোর জন্য সিস্টেমটি তৈরি করা হয়েছিল। ফাঁস হওয়া মাইক্রোসফট ফাইলগুলো ইঙ্গিত দেয় যে, ইউনিটের সংবেদনশীল ডেটার একটি বড় অংশ এখন নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডে কোম্পানির ডেটা সেন্টারে থাকতে পারে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ