হাবিবুলের আশা, দু–এক ম্যাচ খারাপ করলেই নাজমুলকে নিয়ে আর ট্রল হবে না
Published: 22nd, June 2025 GMT
প্রথম ইনিংসে ১৪৮, পরের ইনিংসে অপরাজিত ১২৫। গল টেস্টে এভাবেই জ্বলে উঠেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ব্যাটসম্যান হিসেবে একাধিকবার জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন নাজমুল।
এমন পারফর্ম করা ব্যাটসম্যানের আবার খারাপ দিন আসতে পারে। আর সেটা হলে আবার নাজমুলের সমালোচনা হবে না বলে আশা করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
আরও পড়ুনবাছাইপর্ব পেরিয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা৫০ মিনিট আগেসমালোচকদের জন্য নাজমুল প্রিয়পাত্র। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নাজমুলকে নিয়ে অনেক ট্রল হয়। হাবিবুল বাশার আজ আবার সেই প্রসঙ্গ তুলেছেন। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আশা করছি, পরের দু-একটা ম্যাচে রান না করলে শান্তকে (নাজমুল) নিয়ে কথা শুরু হবে না। সব সংস্করণেই আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান শান্ত। ওর এমন ব্যাটিংয়ে আমি বিস্মিত না, এটাই আসলে ওর আসল রূপ। এমন ব্যাটিং করার সামর্থ্য ওর আছে।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৭ আগস্ট ২০২৫)
বুলাওয়েতে আজ শুরু হচ্ছে জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট।
বুলাওয়ে টেস্ট–১ম দিনজিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
বেলা ২টা, টি স্পোর্টস
সুপারচার্জার্স–ওয়েলশ ফায়ার
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস ৫