আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদ ছেড়ে চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন পাঁচজন। তাদের চারজনই সাবেক-বর্তমান জনপ্রতিনিধি। একজন দলটির কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য। তাদের মধ্যে একজন ইতোমধ্যে ৫ আগস্টের পর একটি মামলায় কারাবন্দি ছিলেন। সম্প্রতি জামিনে ছাড়া পান তিনি। বিষয়টি নিয়ে দলটির ভেতর-বাইরে সমালোচনার ঝড় বইছে। 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি মো.

এয়াকুব আলীর ব্যবসায়িক কার্যালয়ে ওই দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন চারজন। তারা হলেন– উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আওয়ামী যুবলীগের সহসভাপতি ও ১০ নম্বর কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মনির আহমদ, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব সিকদার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য সাহেব মিয়া এবং উত্তর সাতকানিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত (মহিলা) সাবেক ইউপি সদস্য রোকেয়া বেগম।

ওই অনুষ্ঠানে দক্ষিণ জেলা এলডিপির সভাপতি মো. এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাতকানিয়া উপজেলা সভাপতি মাহমুদুল হক চৌধুরী চেয়ারম্যান, কেঁওচিয়া ইউনিয়ন সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন, এলডিপি নেতা মো. সেলিম ও গণতান্ত্রিক ছাত্রদলের সাতকানিয়া উপজেলার আহ্বায়ক মো. পারভেজ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন এলডিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। দলের আরেকটি সূত্রে জানা গেছে, কিছুদিন আগেই এলডিপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য শামসুল ইসলাম।

এ পাঁচজনের এলডিপিতে যোগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকার নানা দলের কর্মী-সমর্থকরা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর অভিযোগ, মনির আহমদ উত্তর সাতকানিয়া যুবলীগের নেতা থাকার সময় দলীয় কোন্দল কাজে লাগিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ২০১৬ সালের ৪ জুন কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান পদে জয়ী হন। তিনি নৌকার প্রার্থী একই সংগঠনের উত্তর সাতকানিয়ার সভাপতি ওচমান আলীকে পরাজিত করেন। পরে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পিএস মো. আরিফের হাত ধরে শীর্ষ নেতাদের কাছে পৌঁছে যান। বিপ্লব বড়ুয়ার ব্যক্তিগত ও দলীয় উপহারসামগ্রী বিতরণের কর্মসূচিও তিনি দেখভাল করতেন।
 
এ ছাড়া ইউপি সদস্য আবু তালেব সিকদার ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে সাতকানিয়া থানায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি এতে গ্রেপ্তার হয়ে কারাগারেও যান। পরে জামিনে বের হন। সাহেব মিয়া ও রোকেয়া বেগমও দলটির নানা কর্মসূচিতে সামনের সারিতে থাকতেন। 
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ এসব বিষয়ে ফেসবুকে লেখেন, ‘সাতকানিয়ার বড় বড় আওয়ামী লীগ নেতার শ্রেষ্ঠ আবিষ্কারগুলোর অন্য দলে যোগদানের হিড়িক চলছে।’

জামায়াতে ইসলামীর কেরানীহাট শাখার নেতা কাজী মো. ওসমান গণি ফেসবুকে লিখেছেন, ‘এগুলো কারা ...? হায় রে এলডিপি! কেঁওচিয়ার আওয়ামী লীগকে পুনর্বাসন চলছে ...।’

এ বিষয়ে মনির আহমদের দাবি, ‘আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম। কোনো পদবি ছিল না। এখন এলডিপির সমর্থক হিসেবে ফরম পূরণ করেছি।’

আবু তালেবের ভাষ্য, আওয়ামী লীগের রাজনীতি করে কিছুই পাননি। তিনি মানুষের সঙ্গে কোনো অন্যায় আচরণ বা কাউকে অত্যাচার করেননি। এর পরও জেলজুলুমের শিকার হয়েছেন। এখন সদস্য ফরম পূরণ করে এলডিপিতে যোগ দিয়েছেন। 

সাহেব মিয়া দাবি করেন, ‘আমাদের পরিষদের চেয়ারম্যান ওচমান আলী আওয়ামী লীগের ছিলেন। তাই ইউপি সদস্য হিসেবে বাধ্য হয়ে আওয়ামী লীগে সম্পৃক্ত হয়েছিলাম। কর্নেল অলি আহমদ বীরবিক্রম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাই তাঁর দলে যোগদান করেছি।’ রোকেয়া বেগম এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি মো. এয়াকুব আলী বলেন, প্রাথমিক সদস্য পদ পূরণ করে তারা আমাদের দলে যোগ দিয়েছেন। যে কেউ এক দল থেকে অন্য দলে যাওয়ার অধিকার রাখেন। কারও বিরুদ্ধে যদি দুর্নাম বা মামলা না থাকে তারা আমাদের দলে যোগ দিতে পারবেন।

আবু তালেবের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, বিষয়টি কেঁওচিয়া ইউনিয়নের নেতারা ভালো বলতে পারবেন। তারাই তো আমাদের কাছে নিয়ে এসেছেন। এমন অভিযোগ থাকলে তদন্তের পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: এলড প আওয় ম ল গ এলড প ত স গঠন র এলড প র আম দ র সদস য সহয গ আওয় ম

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে ফারুকি, নাজাত আর গুলবদিনকে বাদ দিল আফগানিস্তান

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই দলে জায়গা হয়নি বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং অলরাউন্ডার গুলবদিন নাইব ও করিম জানাতের।

এশিয়া কাপ শেষ হওয়ার পর আগামী ২ অক্টোবর আরব আমিরাতে শুরু হবে দুই দলের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আফগানিস্তান আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তরুণদের সুযোগ দিয়েছে। ফারুকির জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বশির আহমদকে। ২০ বছর বয়সী এই ক্রিকেটারের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। ঘরোয়া ক্রিকেটে ১৪টি টি-টোয়েন্টি খেলে ৯.০৬ ইকোনমি রেটে ১২টি উইকেট নিয়েছেন বশির।

নতুন মুখ হিসেবে টি-টোয়েন্টি দলে এসেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ওয়াফি উল্লাহ তারখিলও। ১৮ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি শপাগিজা ক্রিকেট লিগে নজর কেড়েছেন। সেখানে তিনি ৯ ইনিংসে ৩৭.২৫ গড় এবং ১৫৫.২০ স্ট্রাইক রেটে ২৯৮ রান করেন, যা লিগের তৃতীয় সর্বোচ্চ।

এ ছাড়া দলে ফেরানো হয়েছে পেসার আবদুল্লাহ আহমদজাই। তিনি অবশ্য এশিয়া কাপের রিজার্ভ দলে ছিলেন। এর বাইরে রহস্য স্পিনার আল্লাহ গজনফরকে ওয়ানডে দলে রাখা হলেও তাঁকে টি-টোয়েন্টিতে রাখা হয়নি। সেখানে থাকবেন রিজার্ভ হিসেবে।

এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ ছয় মাসের বিরতি শেষে আমরা এখন টি-টোয়েন্টিতে ব্যস্ত মৌসুম শুরু করতে যাচ্ছি। এই সুযোগ আগামী বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে দারুণভাবে প্রস্তুত হতে সাহায্য করবে। ২০২৫ সালের এশিয়া কাপে আমাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। কিন্তু উত্থান-পতন খেলারই অংশ। আমরা আশা করি, আফগানরা দারুণভাবে ঘুরে দাঁড়াবে এবং আমাদের দেশকে গর্বিত করবে।’

আগামী ২, ৩ ও ৫ অক্টোবর শারজায় তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর আবুধাবিতে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ-আফগানিস্তান দুই দলই গ্রুপ ‘বি’-তে খেলেছে। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৮ রানে আফগানিস্তানকে হারায়।

আফগানিস্তান টি-টোয়েন্টি দলরশিদ খান (অধিনায়ক), ইবরাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, ওয়াফি উল্লাহ তারখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরফুদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রেহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই। রিজার্ভ: আল্লাহ গজনফর, রহমত শাহ।আফগানিস্তান ওয়ানডে দলহাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাল আলিখিল (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটি, আল্লাহ গজনফর, আবদুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি। রিজার্ভ: বিলাল সামি, ফরিদুন দাউদজাই।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশের বিপক্ষে ফারুকি, নাজাত আর গুলবদিনকে বাদ দিল আফগানিস্তান
  • দেশে আর চেতনার ব্যবসা চলবে না: সালাহউদ্দিন
  • এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন, নির্বাচনে আসেন না কেন: সালাহউদ্দিন আহমদ
  • ‘আলোচনা চলমান অবস্থায় আন্দোলন স্ববিরোধী’
  • ঢাবি উপাচার্য-প্রক্টরসহ ৩ জনকে আইনি নোটিশ
  • পাঁচ দফা দাবিতে খেলাফত মজলিসের গণ‌মি‌ছিল