স্বাস্থ্য উপদেষ্টাকে ঢামেক হল পরিদর্শনের দাবি
Published: 22nd, June 2025 GMT
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের প্রতি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হল পরিদর্শনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার দুপুর ১২টার মধ্যে মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ হলে এসে অবকাঠামো দেখার কথা বলেছেন তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।
রোববার কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনের প্রতিনিধি চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এসব কথা জানান।
গত ২৮ মে থেকে আবাসন সংকট নিরসনে পাঁচ দফা দাবি নিয়ে ঢামেক শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গত ৬ জুন থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেন। এর মধ্যে শনিবার কলেজ প্রশাসন শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল নোমান বলেন, শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবির অগ্রগতি জানতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে শিক্ষার্থীরা জানতে চান, হলত্যাগের নির্দেশ দেওয়ার ব্যাপারে। উত্তরে কর্তৃপক্ষ হল ছাড়ার কথা পুনর্ব্যক্ত করে। তবে শিক্ষার্থীরা নির্দেশ প্রত্যাখ্যান করেছেন এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, চলমান আন্দোলনের সময় তারা হলে অবস্থান করবেন।
তিনি বলেন, পাঁচ দফা দাবির বাস্তবায়ন নিয়ে বৈঠকে কোনো সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি। ফলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বেড়েছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হল সংস্কার এবং নতুন হল তৈরির দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হচ্ছে না।
নোমান আরও বলেন, দাবি উপেক্ষিত হলে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। শিক্ষার্থীদের স্বার্থে শুরু হওয়া এ আন্দোলন অব্যাহত থাকবে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো– নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পাস; আবাসন ব্যবস্থা নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা; নতুন একাডেমিক ভবনের জন্য আলাদা বাজেট পাস করা; আবাসন ও একাডেমিক ভবনের বাজেট পৃথকভাবে অনুমোদন ও দ্রুত দৃশ্যমান বাস্তবায়ন; সব প্রকল্প ও কার্যক্রমে স্বচ্ছতার জন্য শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ করা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
এশিয়ান কাপ বাছাইপর্বে জয়ে শুরু বাংলাদেশের
ভিয়েনতিয়েনের আকাশে ছিল বাংলাদেশি মেয়েদের বিজয়ের রঙ। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই লাওসকে ৩-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে বুধবারের (০৬ আগস্ট) ম্যাচে জোড়া গোল করেছেন সাগরিকা। আর একটি গোল এসেছে মুক্তির পা থেকে।
ম্যাচের ৩৬ মিনিটে শান্তি মার্ডির কর্নার থেকে সাগরিকার হেডে আসে প্রথম গোল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৮ গোল করে আলো ছড়ানো এই তরুণী আবারও প্রমাণ করলেন, তিনি শুধু প্রতিভাবান নন, ধারাবাহিকও।
প্রথমার্ধে আরও একটি গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন সিনহা জাহান শিখা। কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে মুক্তির নিখুঁত ফিনিশিংয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। যদিও ৮৬ মিনিটে লাওস একটি গোল শোধ করে। ইনজুরি টাইমে সাগরিকার দ্বিতীয় গোলটি নিশ্চিত করে বাংলাদেশের জয়।
আরো পড়ুন:
ম্যাচসেরা হয়ে পুরস্কার পেলেন এক বস্তা আলু!
অবশেষে সংশয়ই সত্যি হলো, মাঠের বাইরে মেসি
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে লাওস (১০৭) বাংলাদেশের (১২৮) চেয়ে এগিয়ে থাকলেও মাঠে তার ছাপ ছিল না। এটি ছিল দুই দলের প্রথম মুখোমুখি লড়াই। যেখানে বাংলাদেশ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
‘এইচ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৮ আগস্ট, প্রতিপক্ষ পূর্ব তিমুর। দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে পূর্ব তিমুরকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে। যা গ্রুপের শক্তির ভারসাম্য বুঝিয়ে দেয়। তবে বাংলাদেশ যদি শীর্ষস্থান ধরে রাখতে পারে, তাহলে ইতিহাস রচনার সম্ভাবনা উজ্জ্বল। এমনকি দ্বিতীয় স্থানে থাকলেও মূলপর্বে খেলার সুযোগ রয়েছে। কারণ, সেরা তিন রানার্স-আপ দল থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল আসরে জায়গা পাবে।
ঢাকা/আমিনুল