ব্যাট করতে নামলেন ৯ নম্বরে। শুরুটা করলেন দেখেশুনে। তবে হঠাৎই হয়ে উঠলেন বিস্ফোরক। চার–ছক্কার ফুলঝুরি ছুটিয়ে করে ফেললেন সেঞ্চুরি, দলও ৫০ ওভারের ম্যাচে পেয়ে গেল প্রায় সাড়ে চার শ রানের সংগ্রহ। ব্যাটসম্যানের নাম হারভানাশ সিং, দলের নাম ভারত অনূর্ধ্ব–১৯।

২৭ জুন থেকে ইংল্যান্ডে পাঁচটি যুব ওয়ানডে খেলবে ভারত ও ইংল্যান্ডের অনূর্ধ্ব–১৯ দল। ওই সিরিজের প্রস্তুতিতে গতকাল লাফবোরোতে ৯ নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন হারভানাশ। গুজরাট থেকে উঠে আসা এই উইকেটকিপার ব্যাটসম্যান ভারতের যুব দলে খেলছেনই বাবার ‘আলটিমেটাম’ সঙ্গী করে।

হারভানাশের বাবা দামানদ্বীপ সিং আর চাচা কুনারজিৎ সিং ছিলেন ক্রিকেটার। ক্যারিয়ারটা অবশ্য তাঁদের খুব বেশি দূর এগিয়ে যায়নি। এখন কানাডায় ট্রাক ড্রাইভারের কাজ করেন দামানদ্বীপ। কানাডায় ক্রিকেট খেললে সহজে জাতীয় দলে পৌঁছে যাওয়া যাবে—এমন ভাবনায় ছেলেকেও সেখানে নিয়ে যেতে চেয়েছিলেন দামানদ্বীপ। কিন্তু হারভানাশের ভাবনা ছিল ভিন্ন, ক্রিকেট খেললে ভারতের হয়েই খেলবেন। যে কারণে মায়ের সঙ্গে ভারতেই থেকে যান যুবরাজ সিংকে আদর্শ মানা এই ক্রিকেটার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, হারভানাশকে ভারতের ক্রিকেটে সফল হতে সময় বেঁধে দিয়েছিলেন বাবা দামানদ্বীপ। অনূর্ধ্ব–১৯ দলে সুযোগ না পেলেই ব্যাগ গুছিয়ে তাঁকে কানাডা চলে যেতে হবে। হারভানাশ এখন শুধু ভারতের যুব দলে নামই লেখাননি, ৯ নম্বরে নেমে সেঞ্চুরি করে হইচইও ফেলে দিয়েছেন।

বাবার সঙ্গে হারভানাস সিং।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ ম নদ ব প

এছাড়াও পড়ুন:

অবশেষে দুই হাত না থাকা জসিমকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ