১. শ্রেকড (Shrekked)

নিজের চেয়ে কম যোগ্যতার, কম সামাজিক স্ট্যাটাস বা কম অর্থনৈতিক স্ট্যান্ডার্ডের কাউকে ডেট করে তাঁর কাছ থেকে অবহেলিত হওয়া, কষ্ট পাওয়া, প্রতারিত হওয়া বা বঞ্চনার শিকার হওয়া।

২. কাফিং (Cuffing)

অল্প সময়ের জন্য কোনো সম্পর্কে জড়ানো। সাধারণত ৬ মাস টেকে। সিঙ্গলরা শীতের সময়টা পার করার জন্য উভয়ের সম্মতিতে এ রকম সম্পর্কে জড়ায়।

আরও পড়ুনভাইরাল ‘সিক্স সেভেন’-এ কেন মেতেছে জেন আলফা, মানে কী এর১১ নভেম্বর ২০২৫৩.

অরবিটিং (Orbiting)

এককথায় ‘শেষ হইয়াও হইল না শেষ’। সম্পর্ক আপনি আনুষ্ঠানিকভাবে শেষ করেছেন। তবে এখনো আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত আছেন। আপনি তাঁর ‘মাই ডে’ দেখেন। মাঝেমধ্যে হয়তো ছবিতে রিঅ্যাক্টও করেন।

তবে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্দেশ্য বা সম্ভাবনা নিয়ে নয়। ‘এমনিতেই’ আপনি তাঁর ‘অববিট’ বা কক্ষপথে ঘোরাফেরা করেন। ‘গোস্টিং’ করার পর লুকিয়ে ইনস্টাগ্রাম পোস্ট দেখাও অরবিটিংয়ের মধ্যে পড়ে।

জেন–জির ভাষায়, কুশনিং প্রথম সম্পর্ক ভাঙার ট্রমা সহজেই কাটিয়ে ওঠার উপায়

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গাজীপুরে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ৩ আ.লীগ নেতা আটক

গাজীপুর পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তারা নাশতার সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। এসময়ে তাদের হেফাজত থেকে একটি পেট্রোল বোমা তৈরির মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে (১২ নভেম্বর) সদর উপজেলার বাঘেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নোমান আহম্মেদ (২৪), ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক বানিয়ারচালা গ্রামের বাবুল হোসেনের ছেলে আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার মোতালেব শেখের ছেলে রাসেল আহম্মেদ (৩২)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রোল বোমা তৈরি করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা তাদের ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা আজিমের মাছের খামারের পাশ থেকে তাদের আটক করে। এসময়ে তাদের কাছ থেকে পেট্রোল বোমা তৈরীর সরঞ্জাম, ৩০০ মিলিগ্রাম পেট্রোল ও সাদা প্লাষ্টিকের সাদা চিকন পাইপ উদ্ধার করা হয়।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের তিন নেতা যানবাহনে নিক্ষেপের উদ্দেশ্যে পেট্রোলবোমা তৈরি করছিল। খবর পেয়ে থানা পুলিশ তাদের আটক করে।”

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ অহমেদ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

সম্পর্কিত নিবন্ধ