১. AOSIS মূলত কোন দেশগুলোর একটি জোট?
ক. ক্ষুদ্র শিল্পোন্নত দেশ
খ. তেল আমদানিকারক দেশ
গ. ক্ষুদ্র দ্বীপ ও নিচু উপকূলীয় দেশ
ঘ. স্থলবেষ্টিত দেশ (Landlocked Countries)
উত্তর: গ. ক্ষুদ্র দ্বীপ ও নিচু উপকূলীয় দেশ

২. AOSIS-এর পূর্ণরূপ কী?
ক. Alliance of Oceanic States and Island Systems
খ. Alliance of Small Island States
গ.

Association of South and Island States
ঘ. Asian Organization of Small Independent States
উত্তর: খ. Alliance of Small Island States

৩. ‘গ্লোবাল কোয়ালিশন টু ডিফিট আইএসআইএস’ জোটের ৯০তম সদস্যরাষ্ট্র হিসেবে যুক্ত হয়েছে—
ক. তুরস্ক
খ. মিসর
গ. তিউনিসিয়া
ঘ. সিরিয়া
উত্তর: ঘ. সিরিয়া

আরও পড়ুনমেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা : দেখে নিন আবেদনের নিয়মাবলি১ ঘণ্টা আগে

৪. ডেভিড সা–লাই (David Szalay) তাঁর কোন উপন্যাসের জন্য ২০২৫ সালের বুকার পুরস্কার লাভ করেন?
ক. ফ্লেশ (Flesh)
খ. ফ্ল্যাশলাইট (Flashlight)
গ. অল দ্যাট ম্যান ইজ (All That Man Is)
ঘ. দ্য রেস্ট অব আওয়ার লাইভস (The Rest of Our Lives)
উত্তর: ক. ফ্লেশ (Flesh)

৫. সম্প্রতি UNDP প্রকাশিত বার্ষিক সমীক্ষা অনুসারে, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কত শতাংশ মানুষ তীব্র বহুমাত্রিক দারিদ্র্যের শিকার?
ক. ১২%
খ. ১৫%
গ. ১৮%
ঘ. ২২%
উত্তর: গ. ১৮%

৬. সম্প্রতি UNHCR প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু সংকটের কারণে গত এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা—
ক. ১৫ কোটি
খ. ২৫ কোটি
গ. ৩২ কোটি
ঘ. ৩৬ কোটি
উত্তর: খ. ২৫ কোটি

৭. ২০তম জি–২০ শীর্ষ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে কোন শহরে?
ক. কোপেনহেগেন
খ. জোহানসবার্গ
গ. রিও ডি জেনিরো
ঘ. আমস্টারডাম
উত্তর: খ. জোহানসবার্গ

আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫

৮. দক্ষিণ আফ্রিকায় কোন সম্প্রদায়ের (community) ওপর কথিত নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র জি-২০ শীর্ষ সম্মেলন ২০২৫ বর্জন করেছে?
ক. জুলু (Zulu)
খ. জোসা (Xhosa)
গ. আফ্রিকানার (Afrikaners)
ঘ. সোথো সোয়ানা (Sotho-Tswana)
উত্তর: গ. আফ্রিকানার (Afrikaners) (দক্ষিণ আফ্রিকায় শেতাঙ্গ আফ্রিকানার সম্প্রদায়—মূলত ডাচ, ফরাসি ও জার্মান অভিবাসীদের বংশধর)

৯. এ পর্যন্ত গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) সংশোধন করা হয়েছে মোট—
ক. ১৭ বার
খ. ১৮ বার
গ. ১৯ বার
ঘ. ২০ বার
উত্তর: গ. ১৯ বার

১০. জুলাই গণ–অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত তথ্যচিত্র—
ক. আমাদ’স ড্রিম
খ. আহাদ’স ড্রিম
গ. দ্য হিরোস আউটসাইড
ঘ. আওয়ার হিরোস
উত্তর: ক. আমাদ’স ড্রিম

১১. কোন স্থলবন্দরে বাংলাদেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে?
ক. বেনাপোল
খ. আখাউড়া
গ. বাংলাবান্ধা
ঘ. বুড়িমারী
উত্তর: গ. বাংলাবান্ধা

১২. সম্প্রতি কোন নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে?
ক. হালদা নদী
খ. আত্রাই নদ
গ. যমুনা নদী
ঘ. কর্ণফুলী নদী
উত্তর: ক. হালদা নদী

১৩. হালদা নদী কোন বিপন্ন প্রায় জলজ প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল হিসেবে পরিচিত?
ক. ঘড়িয়াল
খ. ভাঙ্গন বাটা
গ. ইরাবতী ডলফিন
ঘ. গাঙ্গেয় ডলফিন
উত্তর: ঘ. গাঙ্গেয় ডলফিন

১৪. দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র—
ক. চিলকা হ্রদ
খ. গঙ্গা ও তার উপনদীসমূহ
গ. হালদা নদী
ঘ. হাকালুকি হাওর
উত্তর: গ. হালদা নদী

১৫. ঐতিহাসিক ‘কিন ব্রিজ (Keane Bridge)’ কোন নদীর ওপর স্থাপিত?
ক. সুরমা নদী
খ. কুশিয়ারা নদী
গ. ধলাই নদ
ঘ. খোয়াই নদ
উত্তর: ক. সুরমা নদী

আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২১৮৭ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইবনে সিনার প্রথম প্রান্তিকে মুনাফায় বড় উত্থান

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৬০.২৯ শতাংশ।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭.০৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৭২ টাকা। সে হিসাবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনফা বেড়েছে ৪.৩৬ টাবা বা ১৬০.২৯ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫.৪৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৯.৭১ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩২.৬৭ টাকা।

ঢাকা/এনটি/ইভা

সম্পর্কিত নিবন্ধ

  • যে চার বিষয়ে হবে গণভোট, একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত
  • স্কয়ার ফার্মার প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ২১.৫৪ শতাংশ
  • প্রধান উপদেষ্টা ‘নতুন কুঁড়ির’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন
  • লোকসান থেকে মুনাফায় রানার অটোমোবাইলস
  • নির্মাণ, ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতে ঋণ বিতরণ কমে গেছে
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ নভেম্বর ২০২৫)
  • কাবুল-ইসলামাবাদের সম্পর্ক কি আবার জোড়া লাগবে
  • প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে ওয়েস্টার্ন মেরিন
  • ইবনে সিনার প্রথম প্রান্তিকে মুনাফায় বড় উত্থান