রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ১০ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলার একটি জায়গায় কাঠ, কার্টন ইত্যাদি জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেয়। আগুনের তীব্রতা কমে গেলে সেখানে থাকা ব্যক্তিরা আবারা সেখানে আগুন লাগাচ্ছে। বেলা সোয়া ১টা এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ পরিস্থিতি দেখা গেছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাসজুড়ে চলে লুটপাট। কেবল এই ভবনই নয়, রাজধানীর তেঁজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেখান থেকেও মালামাল লুট করে নেওয়া হয়। তখন থেকে এই তিন ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার পথে পথে অবস্থান নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা। কোথাও কোথাও মিছিল করেন তাঁরা। রাজধানীর বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি দেয়। আগামী সোমবার (১৭ নভেম্বর) সেই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হয়েছে। আজ বৃহস্পতিবার এ মামলার রায়ের এই দিন ধার্য করেন বিচারপতি মো.

গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আওয় ম

এছাড়াও পড়ুন:

ইরানি সুফি দার্শনিক শাসক তাবরিজির ১০টি উক্তি

ইরানি সুফি দার্শনিক শামস তাবরিজি বিশ্বের মানুষের কাছে জালাল উদ্দিন রুমির আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে সর্বাধিক পরিচিত। তার গভীর জ্ঞান এবং দর্শন রুমির জীবন ও কবিতাকে আমূল বদলে দিয়েছিল। শামস তাবরিজির বিখ্যাত ১০টি উক্তি নিচে দেওয়া হলো—

এক. আল্লাহ ভালোবেসেই আমা‌দেরকে সৃ‌ষ্টি ক‌রে‌ছেন, তাই আমা‌দের উ‌চিত আল্লাহকে ভা‌লোবাসা।

আরো পড়ুন:

শীতের লিপস্টিক কেমন হওয়া উচিত

কী কী আছে মরুভূমি সাহারায়?

দুই. ভবিষ্যতে স্বর্গ এবং নরক খুঁজো না। দুটোই এখন বর্তমান। যখনই আমরা প্রত্যাশা, হিসাব-নিকাশ, আলোচনা ছাড়াই ভালোবাসতে পারি, তখনই আমরা প্রকৃতপক্ষে স্বর্গে থাকি।

তিন. যে রাস্তা খোদার কাছে গেছে তা বুদ্ধির নয়; তা হৃদয়ের মেহনতের রাস্তা। মন নয়, হৃদয়কেই তুমি সারথি বানাও।

চার. কৃতজ্ঞ হও! তুমি যা চাও তা পাওয়ার পর শুকরিয়া করা তো সহজ, বরং যা চাইছ তা পাওয়ার আগেই শুকরিয়া করো।

পাঁচ.  ভালোবাসা হলো জীবনের জল। আর একজন প্রেমিক হলো আগুনের আত্মা! আগুন যখন পানিকে ভালোবাসে তখন মহাবিশ্ব ভিন্নভাবে পরিবর্তিত হয়।

ছয়. একাকীত্ব এবং একাকী থাকা দুটি ভিন্ন জিনিস। যখন আপনি একাকী থাকেন, তখন নিজেকে ভুলিয়ে বিশ্বাস করা সহজ যে আপনি সঠিক পথে আছেন। 

সাত. অধিকাংশ দ্বন্দ্ব এবং উত্তেজনা ভাষার কারণে ঘটে। তাই শব্দগুলোর প্রতি খুব বেশি মনোযোগ দিও না। ভালোবাসার দেশে ভাষার কোনো স্থান নেই। ভালোবাসা মূক।

আট. বেদনা হলো এমন এক ঘোড়ার মতো, যা তোমাকে তোমার রবের আরও কাছে নিয়ে যায়।

নয়. চিন্তা করবেন না, আপনার জীবন ওলটপালট হয়ে যাচ্ছে ভেবে। আপনি কীভাবে জানলেন যে নতুন পরিস্থিতি পুরনোর চেয়ে ভালো হবে না?

দশ. ভালোবাসার জন্য নানান রকম নাম, বিভাজন অথবা সংজ্ঞার প্রয়োজন নেই। হয় তুমি ভালোবাসার মাঝেই আছ, একদম কেন্দ্রে। নতুবা এই পরিসীমার বাইরে তুমি আছ, এই দুরত্বের হাহাকার বুকে নিয়ে।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ