কোন রঙের গাড়িতে পাখিরা সবচেয়ে বেশি মলত্যাগ করে, তা জানতে অ্যালানস ফ্যাক্টরি আউটলেট যুক্তরাষ্ট্রের এক হাজার গাড়িচালকের সঙ্গে কথা বলেছে। তারা জানতে চেয়েছিল, চালকেরা কী ধরনের গাড়ি চালান, কোথায় পার্ক করেন, পাখির ময়লায় কী ক্ষতি হয়েছে এবং এই সমস্যা ঠেকাতে তাঁরা কী করেছেন। এরপর এসব তথ্যের সঙ্গে পাখির আচরণ আর জীববিজ্ঞান–সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য মিলিয়ে দেখেছেন।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের গড় বয়স ছিল ৪০ বছর। বিভিন্ন প্রজন্ম অংশ নিয়েছিল এই জরিপে। এর মধ্যে জেন–জি ছিল ১৬ শতাংশ, মিলেনিয়ালস ৫৩ শতাংশ, জেন–এক্স ২৬ শতাংশ আর বেবি বুমার ৬ শতাংশ। জেন–জি, মানে যাদের জন্ম ১৯৯৭–২০১২ সালের মধ্যে। মিলেনিয়ালস বা জেন–ওয়াইয়ের জন্ম ১৯৮১-১৯৯৬ সালের মধ্যে। ১৯৬৫-১৯৮০ সালের মধ্যে জন্ম জেন–এক্সের। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যাঁদের জন্ম, অর্থাৎ ১৯৪৬-১৯৬৪ সালের মধ্যে, তাঁদের বলে বেবি বুমার।

সবচেয়ে বেশি ময়লা হয় কোন রঙের গাড়িমলত্যাগের জন্য পাখিদের সবচেয়ে পছন্দের রং বাদামি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গোপনে শিল্পপতি জয়কে বিয়ে করেছিলেন জুহি

বলিউড অভিনেত্রী জুহি চাওলা তখন তাঁর ক্যারিয়ারের শীর্ষে। ‘কেয়ামত সে কেয়ামত তাক’, ‘ডর’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘ইশক’-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। ঠিক তখনই জুহি সিদ্ধান্ত নেন, তিনি গোপনে বিয়ে করবেন। পাত্র কে, তা তো বুঝতেই পারছেন। ব্যবসায়ী জয় মেহতা। এরপর জুহি ও জয়ের একই ছাদের নিচে বসবাসের ৩০ বছর পেরিয়ে গেছে।
জয় মেহতা সব সময়ই মিডিয়াবিমুখ মানুষ। বলিউডের এক জনপ্রিয় তারকাকে বিয়ে করেও তিনি কখনো আলোচনার কেন্দ্রবিন্দু হতে চাননি; কিন্তু জুহির সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে জয়ের বিপুল সম্পদ ও ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে জনমনে যেন কৌতূহলের শেষ নেই। আজ ৫৭ পেরিয়ে ৫৮ বছরে পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। জন্মদিনে চলুন জেনে নিই জুহি আর জয়ের প্রেমের গল্প:

জুহি ও জয়ের প্রেমকাহিনি
বিয়েতে রাজি হওয়ার আগে জয়কে নাকি এক বছর অপেক্ষা করিয়েছিলেন, এক সাক্ষাৎকারে জুহি এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘বিয়ের আগে জয় প্রতিদিন আমাকে চিঠি লিখত। বিয়ের পর সেই অভ্যাস বন্ধ হয়ে যায় (হাসি)। তখন চিঠি আর কার্ডের যুগ ছিল, এখন সব ই–মেইল আর হোয়াটসঅ্যাপে চলে এসেছে। আমরা এক ডিনারে দেখা করেছিলাম। তার পর থেকেই সে আমার আশপাশে ঘুরঘুর করত। একবার আমার জন্মদিনে সে এক ট্রাক ভর্তি লাল গোলাপ পাঠিয়েছিল। আর আমি তাকে “হ্যাঁ” বলতে এক বছর সময় নিয়েছিলাম।’

জয় মেহতা ও জুহি চাওলা। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ