ইসি নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়: সিইসি
Published: 13th, November 2025 GMT
রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে ‘খেলোয়াড়’ হিসেবে বর্ণনা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়, কিন্তু খেলোয়াড়রা যদি নিয়ম মেনে না খেলে, তাহলে পুরো খেলার নিরপেক্ষতাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে নেমেছে—আমরা চাই সবাই নিয়ম মেনে খেলুক। কিন্তু খেলোয়াড়রা যদি সহযোগিতা না করে, তবে কমিশনের নিরপেক্ষতা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।”
ইসি নিষিদ্ধ করার পরও ঢাকায় পোস্টারে ছেয়ে যাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সিইসি বলেন, “কমিশন যখন পোস্টার নিষিদ্ধ করেছে, তখন এই চিত্র অনভিপ্রেত। রাজনৈতিক দলগুলো যদি নিজেরাই উদ্যোগ নিয়ে পোস্টার সরিয়ে ফেলে, তাহলে সেটাই হবে দায়িত্বশীল আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।”
তিনি আরো বলেন, “একটি বিশেষ সরকারের অধীনে এবং বিশেষ পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে। তাই আমরা আগের চেয়ে বেশি সহযোগিতা চাই সব অংশীজনের কাছ থেকে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর বিষয়েও উদ্বেগ জানিয়ে সিইসি এটিকে বড় ধরনের বিপদ হিসেবে উল্লেখ করেন।
এসময় তিনি রাজনৈতিক দলগুলোকে নির্বাচন আচরণবিধি মেনে চলা, অনলাইন প্ল্যাটফর্মে দায়িত্বশীল থাকা এবং কমিশনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
ঢাকা/এএএম/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ওয়েবসাইটেই মিলবে শাকসুর সব তথ্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ওয়েবসাইটেই এখন থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের সব তথ্য পাবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দীন চৌধুরী প্রশাসনিক ভবনের সভা কক্ষে শাকসুর তথ্যভিত্তিক এই নতুন ওয়েব মেনুর উদ্বোধন করেন।
আরো পড়ুন:
শাবিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫ শিক্ষক
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে যুক্ত এই ‘শাকসু মেনু’ থেকে শিক্ষার্থীরা নির্বাচন কমিশন, গঠনতন্ত্র, তফসিল, ভোটার তালিকা, প্রার্থী তালিকা, আচরণবিধি, ভোটকক্ষ বিন্যাস, ফলাফল ও বিজ্ঞপ্তিসহ নির্বাচনী প্রক্রিয়ার সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, “শিক্ষার্থীরা যাতে সহজেই নির্বাচনসংক্রান্ত তথ্য জানতে পারেন, সেই লক্ষ্যেই আমরা ওয়েবসাইটে শাকসু মেনু চালু করেছি। আচরণবিধি চূড়ান্ত হয়েছে, খুব শিগগিরই তা সাইটে প্রকাশ করা হবে।”
তিনি আরো বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা তৈরির কাজ চলছে। মাস্টার্স পর্যায়ের তথ্য সংযোজন শেষে তালিকা প্রকাশ করা হবে। আমরা খুব শিগগিরই তফসিল ও ভোটের তারিখ ঘোষণা করব।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী আশা প্রকাশ করে বলেন, “ওয়েবসাইটভিত্তিক এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নির্বাচনী তথ্য জানাকে আরও সহজ করবে।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইকবাল/মেহেদী