গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে একাধিক পেট্রোল বোমা নিক্ষেপ
Published: 13th, November 2025 GMT
আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জের উলপুর গ্রামীণ ব্যাংক শাখায় বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গ্রামীণ ব্যাংক উলপুর শাখায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় বেশ কয়েকটি হাতে বানানো প্রেট্রোল বোমা মেরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বোমাগুলোর মধ্যে দুটি পেট্রোল বোমা বিস্ফরিত হয়, অক্ষত থেকে যায় তিনটি। এতে ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্যাংকের ফিল্ড অফিসার নাগর আলী বলেন, “একটি কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে অফিস লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তি তাদের ধাওয়া দিলে তার দিকে লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে নিরাপত্তা কর্মীর কিছু না হলেও ভবনের হল ছাদে আগুন ধরে যায়। ব্যাংকটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
এছাড়া রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বেশ কয়েকটি এলাকায় গাছে কেটে রাস্তায় যান চলাচল ব্যহত করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ন এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে। গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপালগঞ্জ মো.
ঢাকা/বাদল/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ক ষ প কর গ প লগঞ জ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ইসলামী আন্দোলনের অবস্থান কর্মসূচী
পতিত ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে এক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) দুপুর আড়াইটার দিকে ঢাকা -নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে বক্তারা বলেন, দেশে অশান্তি সৃষ্টি, বিশৃঙ্খলা ও নাশকতার মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করার অপচেষ্টা চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এসব অপতৎপরতার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে গণআন্দোলন গড়ে তুলবে এবং জনগনের পাশে থাকবে।
বক্তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। তাই কোনো ধরনের অরাজকতা ও সহিংসতার পথ পরিহার করে ইসলামি আদর্শে শান্তি প্রতিষ্ঠাই হবে মুসলমানদের মূল দায়িত্ব। আমরা সৎ ও ন্যায়ের থাকবো।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দিন ইসলাম, সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির,ফতুল্লা থানা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সহ স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।